13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দ্যা নিউজের ১০ বছরে পদার্পণ অনুষ্ঠানে যা বললেন অতিথিরা

Rai Kishori
January 3, 2021 10:56 am
Link Copied!

জাতীয় ও আন্তর্জাতিক অনলাইন নিউজ পোর্টাল দ্যা নিউজ ডটকমের ৯ম বছর পেরিয়ে ১০ বছরে পদার্পণ অনুষ্ঠানে যা বললেন অতিথিরা।

আজ ২ জানুয়ারী শনিবার ২০২১ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দ্যা নিউজ ১০ বছরে পদার্পণ করেছে। সেই উপলক্ষ্যে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন জাগ্রত মূলক কথা বলেন।

দ্যা নিউজ ১০ বছরে পদার্পণ

দ্যা নিউজ’এর ১০ম বর্ষে পদার্পণ

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রী সাহাব উদ্দিন এমপি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার অবাধ তথ্য প্রবাহ ও জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। এজন্য সরকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি অনলাইন গণমাধ্যমকেও পর্যায়ক্রমে রেজিস্ট্রেশন প্রদান অব্যাহত রেখেছে। জনপ্রিয় নতুন এ গণমাধ্যমটি  সঠিক ও বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করলেই জনগণের কল্যাণ। ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও গুজব প্রচার হতে বিরত থাকার জন্য আমি এ গণমাধ্যমের কর্তৃপক্ষের প্রতি আহবান জানাই। এই প্রক্রিয়া সঠিকভাবে পালন করায় দ্যা নিউজকে ধন্যবাদ ও শুভকামনা জানাই।

দ্যা নিউজ

ইন্ডিয়ান করেসপন্ডেন্টস এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক বাসুদেব ধর বলেন, বর্তমান সময়ে পত্রিকায় বিজ্ঞাপন পাওয়া খুবই কঠিন। বিজ্ঞাপন ছাড়া পত্রিকা বেশিরভাগ বন্ধ হয়েছে। পত্রিকা্র মালিকানা প্রায়ই ব্যবসায়ী, ব্যবসায়ী ছাড়া পত্রিকা চালানো খুবই কষ্টকর। তবুও দ্যা নিউজের সম্পাদক ব্যবসায়ী না হয়ে দশ বছরে পত্রিকা ধরে রাখা প্রশংসার দাবীদার। তাই আমরা সকলে দ্যা নিউজের পাশে থেকে সাহায্য করা উচিত।yogi prokash

আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ বলেন, দ্যা নিউজের দশম বছরে পদার্পণ অসাধারণ সাহসী ভূমিকা। আগামী বছর ১১তম পদার্পণ উৎসব পত্রিকাটি দেশের শীর্ষ প্রথম ৫টির মধ্যে বিশাল আকারে উদযাপন করবে সেই সহায়তা থাকবে দ্যা নিউজের জন্যে।রাই

বাংলা একাডেমি জনসংযোগ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জি বলেন, বর্তমানে অনলাইন পত্রিকা শীর্ষ অবস্থানে নেওয়া প্রিন্ট মিডিয়ার চেয়ে খুব কঠিন। সম্পাদকের সেবামূলক কর্মকাণ্ডে আমি সবসময় প্রশংসা করে আসছি।

ব্যারিস্টার সৌমিত্র সরদার বলেন, আমি ৬ বছর প্রবাসে ছিলাম। প্রবাসীরা দিন শেষে দেশের খবর নেওয়ার জন্য অনলাইন মিডিয়ার দিকে তাকিয়ে থাকে। সেই দিক থেকে দ্যা নিউজকে সাধুবাদ জানাই কারণ প্রথম আলোর মত যেসব প্রিন্ট মিডিয়া যেসব নিউজ ছাপতে কারচুপি করে দ্যা নিউজ সেখানে সত্যকে তুলে ধরে। ফলে সঠিক ও বস্তুনিষ্ঠ পেতে বাংলাদেশের থেকে ইউরোপে অবস্থানরত বাঙ্গালীরা দ্যা নিউজের নিউজ বেশি পড়ে।প্রমিথিয়াস চৌধুরী

প্রবীণ সমাজসেবক ধীরেন্দ্র নাথ বারুরী দ্যা নিউজের সম্পাদক প্রকাশক প্রমিথিয়াস চৌধুরীকে যোগাচার্য সম্বোধন করে বলেন, আমি এই বয়সে এসে প্রমিথিয়াস এর সেবামূলক কর্মকাণ্ড দেখে উদ্বুদ্ধ হয়ে এসব কাজ করছি। আমি মন থেকে তাকে আশীর্বাদ করি।রাই

সভাপতির বক্তব্যে দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী বলেন, দেশের উন্নয়নে সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে সহায়তা। নিয়মিত সংবাদ পরিবেশনের পাশাপাশি দুঃস্থ, নিপীড়িত, নির্যাতিতদের সেবাসহ বেকারত্ব দূরীকরণে বিনামূল্যে কর্মমূখী শিক্ষা দিতে আইটি ইনস্টিটিউট এবং রোগ প্রতিরোধ, নিরাময় ও নৈতিকতার অবক্ষয় রোধে যোগ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতি শনিবার বিনামূল্যে যোগ সেমিনার অসংখ্য লোকের স্বাস্থ্য সেবা দেওয়া হয়। এছাড়াও প্রতিদিন সর্বসাধারনের জন্য বিনামূল্যে রোগ নিরাময় ও প্রতিরোধে সহায়তা দেওয়া হয়।

http://www.anandalokfoundation.com/