রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ১১:০৬ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
কয়েকদিন যাবত অসুস্থ নজরুল ইসলাম খানকে (৩০ নভেম্বর) সোমবার রাতে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার রাতে তাকে ভেন্ডিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। তার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
নজরুল ইসলাম খানের পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।
Leave a Reply