13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চার সেক্টরে মালয়েশিয়ায় অবৈধদের বৈধতার সুযোগ

Rai Kishori
November 13, 2020 11:10 am
Link Copied!

মালয়েশিয়া প্রতিনিধি: করোনা প্রাদুর্ভাবের মধ্যেই এবার শর্ত সাপেক্ষে মালয়েশিয়াতে অবৈধদের বৈধতা দোর ঘোষণা দিল সরকার। বৃহস্পতিবার দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানানের সঙ্গে আলোচনা শেষে এ ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা বিন জয়নুদ্দিন।

কন্স্ট্রাকশন, ফ্যাক্টরি, পাম অয়েল ও কৃষি এই চার সেক্টরে অবৈধরা বৈধতার সুযোগ পাবে এবং কোনও প্রকার এজেন্ট গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিবাসীদের জন্য দুটি প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে। একটি হল নিজ নিজ দেশে ফিরে যাওয়া এবং দ্বিতীয়টি হল পুনঃস্থাপনপ্রক্রিয়ায় বৈধকরণ করা।

১৬ নভেম্বর ২০২০ থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এ প্রক্রিয়া চলবে বলে জানান তিনি।

এ প্রক্রিয়া বাস্তবায়নে কোনও তৃতীয় পক্ষ নয় বরং অভিবাসন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা সম্মিলিতভাবে কাজ করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

অবৈধ যারা নিজ দেশে ফিরতে চান তাদের সে সুযোগ দেয়া হবে।

এদিকে, অবৈধ অভিবাসীদের আটকে এ মুহূর্তে বড় কোনো অভিযান পরিচালনা না করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার মানবাধিকার কমিশন সুহাকাম।

http://www.anandalokfoundation.com/