সারাদেশে গত ২৪ ঘন্টায় ৯২ টি পরীক্ষাগারে ১১৬৮৯ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ২১৩১ জন। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৯২৫ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৬ জনের। সুস্থ হয়েছেন ২০২৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৪৫৮ জন।
আজ শনিবার (২৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার ৩৮১ জন। মৃতের সংখ্যা ৮ লাখ ৪১ হাজার ৮০০ জন। সুস্থ্য হয়েছে ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ৩৩৪ জন। সারাবিশ্বে মৃত্যুর ৫ এবং সুস্থ্যতার হার ৯৫ শতাংশ।