13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ষোলোর ষোলোয়ানা, আর ঘুমিওনা কলকাতা

Rai Kishori
August 16, 2020 5:39 pm
Link Copied!

ষোলোর ষোলোয়ানা
————————
কচ
==
গোপাল কেবল সুবোধ হলেই চলে না,
দুর্দম, ডানপিটে, বামপিটেও হতে হয়;
পিটিয়ে ছাতু করার পরও সুবোধ,
তবেই না গোপাল!

৪৬-এর গোপালকে আজো খুঁজি —
হোদল কুতকুতে গ্ল্যাক্সো বেবীর দল সব,
গাছে চড়েনি, বনের বেজী বন্ধু হয়নি,
এঁদো পুকুড়ের ভেলায় চাপেনি,
চাঁটি মারলে ঘুঁষি মারে নি।
আর সুবোধের নামে তো মোল্লা-গোস্ত
ধরমতলায় ধরম ভাজে!

হ্যাঁ, গোপাল ছিল বটে! এক পাঁঠা।
ঝটকা-রক্তের দোকান, চপারের কারবারি,
— যে নির্বুদ্ধিতা হিন্দু বাঁচায়।
কিন্তু গোপাল ক’টা? গুণে দেখেছো কখনো?
গ্রেট ক্যালকাটা থেকে নোয়াখালী,
সব গোপালই বড্ড সুবোধ!
প্রাইজ, সারপ্রাইজ নিয়ে
সোনার তরী ভরিয়ে থুয়েছে,
নিজেরই জায়গা নেই।
শত গোপালের ঠাঁই যে গোপাল দিলো,
সে তো সত্যিই নির্বোধ!
নইলে গ্রেটার বেঙ্গল তো ছিল পাক্কা!
একটা ফোঁটা চোনা ফেলে ইতিহাসের পাতায়-পাতায়
১৬ ই আগষ্ট শুধুই পাঁঠার ছবি —

গোপাল পাঁঠা।

 

 

আর ঘুমিওনা কলকাতা
———————————
মিতালী মুখার্জী
===========
সেদিন ভোরে সূর্য ওঠার আগেই
ঘুমন্ত কলকাতার বুক চিরে
উঠল এক পৈশাচিক চিৎকার
আল্লা হো আকবর ।।
হিন্দু নিধন যজ্ঞে মেতে উঠল
পঞ্চাশ হাজার জেহাদি।
জিন্না আর সুরাবর্দির ষড়যন্ত্রে রক্তে ভেসে গেল
কলকাতা শহর আর শহরতলী।
বেলেঘাটা নারকেলডাঙা চিৎপুর
কলুতোলা মেটিয়াবুরুজ লিচুবাগান,
হাহাকার ,আর্তনাদ আর মৃতের পাহাড়।
আর সুরাবর্দি তুমি?

সেই হত্যালীলার শান্ত সুফী!!
সুপরিকল্পিতভাবে নেমেছিলে
এই বিধ্বংসী খেলায়।
নারী-পুরুষ নির্বিশেষে চলল নৃশংস গণহত্যা,
আর্তচিৎকারে মথিত হল বাঙ্গালার আকাশ।
শ্যামবাজার হাতীবাগান ষষ্ঠীতলা
লাইট হাউস বেঙ্গল ক্লাব
উন্মত্ত আক্রোশে ধ্বংস হল
ভূমিপুত্রদের যাবতীয় দলিল।
ধর্মতলা মানিকতলা ক্যানিং স্ট্রিট
শুধু অগুনতি লাশের ঠিকানা।
কমলা বস্ত্রালয় ভারত ভান্ডার
লক্ষী স্টোর্স — রক্ষা পেলনা একটাও হিন্দু দোকান।
বাঙ্গালীকে জনে-মানে-ধনে
শেষ করে দিতে চেয়েছিলে
সুপরিকল্পিতভাবে।
তখন জেগে উঠল গোপাল পাঁঠা।

নিয়তির নিয়মে সেই ডানপিটে যুবকের ছিল পাঁঠার মাংসের দোকান।
একতরফা মার খাওয়া অসহায় বাঙ্গালীকে বাঁচাতে
গর্জন করে উঠে দাঁড়াল সে।
খোলা রাম’দা হাতে নিয়ে
ডাক দিল বাঙ্গালার মায়ের বীরপুত্রদের ।
বিজয়সিংহ নাহার, যুগল ঘোষ, ভানু বোস
এবং আখরাগুলোর মিলিত প্রতিরোধে,
জয় মা কালী নিনাদে
কেঁপে উঠলো বিধর্মীদের বুক।
পাল্টা জবাবে পিছু হটল জেহাদিরা।
বেঁচে গেল অবশিষ্ট হিন্দুরা।
বেঁচে রইল কলকাতা,
এক রক্তমাখা দিনের ইতিহাস বুকে নিয়ে।।
আর সুশীল বাঙ্গালী !!
আবার ঘুমিয়ে পড়লো আরও এক ছেচল্লিশের অপেক্ষায়।।

http://www.anandalokfoundation.com/