× Banner
সর্বশেষ
রাশিয়া থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে অপরিচ্ছন্নতা ও কর্মকর্তা কর্মচারীদের খাম খেয়ালীপনার মধ্যে দিয়ে চলছে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোন অপশক্তি বেড়ে গেলে বিএনপি প্রতিহত করবে -ইঞ্জিনিয়ার আবদুস সোবহান খাগড়াছড়িতে প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই চলছে অবরোধ বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন

স্টাফ রিপোর্টার

দ্যা নিউজের মাসব্যাপী ইফতার বিতরণ প্রতিদিনে ২৩ রমজানে সায়েদাবাদ

অনলাইন ডেক্স
হালনাগাদ: রবিবার, ১৭ মে, ২০২০
দি নিউজের ইফতার বিতরণ, ইফতার বিতরণ, প্রতিদিন ইফতার বিতরণ, মাসব্যাপী ইফতার বিতরণ, প্রতিদিন ইফতার, ইফতার প্রতিদিন, iftar distribution daily, iftar distribution, daily iftar distribution, daily iftar, রাজধানীতে ইফতার বিতরণ, ঢাকায় ইফতার বিতরণ, ঢাকায় ইফতার প্রতিদিন

দ্যা নিউজের মাসব্যাপী ইফতার ।।  করোনা দুর্যোগে ইফতার বিতরণ প্রতিদিন কর্মসূচিতে কর্মহীন হয়ে পড়া অসহায় রোজাদার, শ্রমিক, ছিন্নমূল, ভাসমান মানুষের মাঝে  দ্যা নিউজের মাসব্যাপী ইফতার বিতরণ। আনন্দলোক ফাউন্ডেশনের ইফতার বিতরণ

আজ ২৩ রমজান রবিবার (১৭ মে) বিকেলে রাজধানীর সায়েদাবাদ রেলগেট এ প্রতিদিনের মত এ ইফতার বিতরন করেন।

এ সময় উপস্থিত ছিলেন দ্যা নিউজের বার্তা সম্পাদক রাইকিশোরী চৌধুরী ও সম্পাদক-প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী।

দ্যা নিউজের বার্তা সম্পাদক রাইকিশোরী চৌধুরী জানান, করোনা ভাইরাসের প্রভাবে দেশ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। যে সকল দরিদ্র মানুষ তাদের জীবিকা নির্বাহ করেন,চলমান সাধারণ ছুটির কারণে তাদের জীবন থমকে গেছে। সেই অসহায় ভাসমান মানুষের জন্য কিছু খাবার তুলে দিতে পেরে ধন্য মনে হচ্ছে।

এবিষয়ে দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী বলেন, রাজধানীতে নানা শ্রেণির দিনমজুর, শ্রমিক, ছিন্নমূল, ভবঘুরের জীবন জীবিকা নানা প্রক্রিয়ায় নির্বাহ হয়। করোনা পরিস্থিতিতে একেবারে থমকে গেছে তাদের জীবন। করোনাজনিত ছুটির শুরু থেকেই কর্মহীন এ সকল অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কিছুটা হলে সহযোগিতার চেষ্টা করছে দি নিউজ ডটকম।

তিনি আরও বলেন, এ অবস্থায় জাপানস্থ হিন্দু ফাউন্ডেশন দ্যা নিউজের পাশে থাকার জন্য রাজধানীতে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচী বেগবান হয়েছে।

দ্যা নিউজের ইফতার বিতরণ প্রতিদিনে ২০ রমজানে টিকাটুলি অসহায় মানুষের মাঝে


এ ক্যটাগরির আরো খবর..