× Banner
সর্বশেষ
নড়াইলে একুশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার  আনোয়ারুল সভাপতি, জয়নাল সম্পাদক কালীগঞ্জে প্রবীন হিতৈষী সংঘের কমিটি গঠন ডাসারে পুলিশের অভিযানে আলোচিত মাদক ব্যবসায়ীসহ আটক ৩ ঢাকাসহ তিনটি জেলায় অবৈধ গ্যাস ও জ্বালানি তেল সংযোগ বিচ্ছিন্নকরণে বিশেষ নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত পুলিশ কর্মকর্তা চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে সচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধন নবীগঞ্জ উপজেলার ৯৩ টি মন্ডপে শারদীয় দূর্গাপুজার ব্যাপক প্রস্তুতি,প্রশাসনিক ব্যবস্থা জোরদার। পূজারী ও ভক্তবৃন্দের মাঝে উৎসবের আমেজ! চারপাশে দেখি মিথ্যার জয়গান আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন

অভিবাসী চাকরি মেলা ১৬ নভেম্বর, চাকরি নিয়ে চীনে যাওয়ার সুযোগ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

চীনে শিক্ষিত ও দক্ষ জনশক্তি পাঠানোর লক্ষ্যে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি সাইক ওভারসিজ রাজশাহীতে আগামী ১৬ নভেম্বর’২০১৯ ইং তারিখ সকাল ১০টায় ”অভিবাসী চাকরি মেলা -২০১৯” এর আয়োজন করতে যাচ্ছে। এ মেলার মাধ্যমে রাজশাহীর ন্যুনতম স্মাতক ডিগ্রিধারী ৫০জন স্বল্পখরচে চাকরি নিয়ে চীনে যাওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হবেন।

২০১৭ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে যারা স্মাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষায় পাস করেছেন তারা দেশটিতে চাকরি নিয়ে যাওয়ার জন্য ইন্টারভিউ পর্বে অংশ নিতে পারবেন। চীনের জিয়াংশি প্রদেশের ২টি কারখানার জন্য অপারেটর হিসেবে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। উন্নত পরিবেশে থাকা-খাওয়া, মেডিকেল, ইন্স্যুরেন্সসহ লোকাল ট্রান্সপোর্ট কোম্পানি বহন করবে। বেতনও অনেক দেশের তুলনায় স্ট্যান্ডার্ড মানের। কাজের পরিবেশ অত্যন্ত চমৎকার।

কায়িক পরিশ্রমের কোনো বিষয় নেই। রাজশাহীর সপুরা-তে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে(টিটিসি)-তে দিনব্যাপী এ মেলার প্রধান অতিথি হিসেবে অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের চেয়ারম্যান জনাব মো. ইসরাফিল আলম এমপি এবং বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক, রাজশাহী মহোদয় উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সভাপতিত্ব করবেন সাইক ওভারসিজ ও সাইক গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু হাসনাত মো. ইয়াহিয়া।

আয়োজন সম্পর্কে সাইক ওভারসিজের পরিচালক নূরনবী সিদ্দিক সুইন জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্প্রতি রাজশাহীসহ জেলায় ‘‘সাইক ওভারসিজ” (আর এল ১৬৮৪) কে চাকরি মেলা করার অনুমতি প্রদান করেছে। জেলা প্রশাসন, টিটিসি ও জেলা জনশক্তি অফিস সার্বিক সহযোগিতা করছে। দেশের শিক্ষিত ও দক্ষ জনশক্তির বড় একটি অংশকে দেশের বাইরে সম্মানজনক কাজে পাঠানোর জন্য আমরা কাজ করছি। মেলায় চাইনিজ ডেলিগেটের কাছ থেকে চীনে গমনেচ্ছুকরা দেশটিতে কাজের পরিবেশ, থাকা-খাওয়াসহ নানাবিধ বিষয়ে সম্যক ধারণা পাবেন। আমাদের ম্যানেজমেন্ট এরইমধ্যে কারখানাগুলো দেখে এসেছেন। খুব কম সময়ের মধ্যে চীন আমাদের দেশের জন্য বড় শ্রমবাজার হয়ে ঊঠবে বলে আশা করছি।


এ ক্যটাগরির আরো খবর..