দি নিউজ ডেস্কঃ ভারতের বিরুদ্ধে সকল মুসলিমদের একই উদ্দেশে কাজ করতে জিহাদের আহ্বান জানালও  সংগঠন  ইসলামিক স্টেট।

 উত্তর-পূর্ব দিল্লিতে চরম হিংসার ছবি ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেইসব ছবিরই একটি ব্যবহার করছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। দিল্লি হিংসার একটি ছবি দিয়ে পোস্টার তৈরি করে মুসলিমদের এক হয়ে তাঁদের সাথে একত্রিত হয়ে একই উদ্দেশে কাজ করার ডাক দেওয়া হয়েছে, এমনতাই জানা গিয়েছে আমেরিকাস্থিত সাইট ইনট্যালিজেন্স গ্রুপ যারা এই বিশ্বব্যাপী সন্ত্রাসী সংস্থার কার্যকলাপে ট্র্যাক করে।

SITE জানাচ্ছে, ভারতীয় মহাদেশেরই কোনও আইএস-অ্যালাইনড মিডিয়া ইউনিটের তরফে এই ডাক দেওয়া হয়েছে, এমন তথ্যই তুলে ধরেছে জাতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।