× Banner
সর্বশেষ
ডুমাইন ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র আছে সেবা নেই ইলিশের নতুন প্রজনন মৌসুম নির্ধারণ ডিজিটাল ন্যাশনাল রেফারেল মেকানিজম প্ল্যাটফর্ম মানবপাচারের শিকার ফরিদপুরে সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৪ জন যশোরে সাংবাদিক মনিরুল ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন রাশিয়া থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে অপরিচ্ছন্নতা ও কর্মকর্তা কর্মচারীদের খাম খেয়ালীপনার মধ্যে দিয়ে চলছে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোন অপশক্তি বেড়ে গেলে বিএনপি প্রতিহত করবে -ইঞ্জিনিয়ার আবদুস সোবহান খাগড়াছড়িতে প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই চলছে অবরোধ বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন

নমঃশূদ্র বর্ণের কোন শাস্ত্রীয় ভিত্তি নেই

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

পরিতোষ আচার্যঃ সনাতনধর্মে বর্ণ চারটি – ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। চারটিই কর্মগুণ অনুযায়ী, জন্ম গুনে নয়৷ বেদ, উপনিষদ, গীতায় তাই বলা হয়েছে৷ যেমন কোন মানুষ ইঞ্জিনিয়ারিং পড়ে পরীক্ষায় না পাস করা পর্যন্ত তাকে ইঞ্জিনিয়ার বলা যায় না৷ ঠিক তেমনি প্রতিটি বর্ণই এরকম কর্মগুণের আধার।
সমাজে কেউ চাষী, কেউ মুচি, কেউ ডাক্তার, কেউ জর্জ, কেউ সেনাবাহিনীর অফিসার, কেউ শিক্ষক ইত্যাদি হয় তাদের কর্ম গুণে৷ একেক জনের উপার্জন ও অর্থনৈতিক মূল্যায়ণ একেক রকম হয়, তাই বলে একজন চাষীকে একজন ডাক্তার ছোট বলার অধিকার নেই, তেমনি অন্যান্য কর্মগুণের ক্ষেত্রেও ৷
সবগুলোই একে অপরের পরিপূরক। চাষী উৎপাদন না করলে বাকি সবার খাদ্য পাবে না, মেথর পরিষ্কার পরিছন্নতার কাজ না করলে নোংরা ও ময়লার ভেতর সবাইকে বাস করতে হবে। তাই কারো মূল্যায়ণ কারো চেয়ে কম নয়। কর্মগুণে সবাই স্বতন্ত্র। আধুনিক কালে একদল আরেকটি বর্ণের উৎপন্ন করেছে নমঃশূদ্র বর্ণ যার শাস্ত্রীয় কোন ভিত্তি নেই।
পুরাণ ও বল্লাল সেনের উপর ভিত্তি করে কি সনাতনধর্ম চলে? এসব বুঝেও যারা ইচ্ছা করেই নিজেদের নমঃশূদ্র পরিচয় দেয় তাদের নিজেদেরও যথেষ্ট দোষ আছে এ বিষয়ে৷
তাদের হৃদয়ে সংস্কারের কোন চিন্তা নেই আছে কেবল পৃথক ধর্ম সৃষ্টি বা মতবাদ তৈরীর ধ্যাঁন ধারণা৷ বেদ, উপনিষদ, গীতায়  যথার্থ প্রমাণ থাকলেও কিছু স্বার্থন্বেষী কুচক্রী মহল এগুলো মানতে চায় না। আর বোকা সনাতনীরা  সংস্কারপন্থী না হয়ে নিজেরাই নিজেদের সেই জায়গায় আটকে রাখছে।


এ ক্যটাগরির আরো খবর..