13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

করোনা ভাইরাসের ঔষধ আবিস্কার, একদিনেই সেরে যাবে দাবী থাইল্যান্ড চিকিৎসকের

Brinda Chowdhury
February 4, 2020 7:39 am
Link Copied!

নোবেল করোনা ভাইরাস আতংকে গোটা বিশ্ব। চীনে শুরু হয়ে ভারত-সহ মোট ১৮টি দেশে এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে এই রোগের প্রকোপে মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। এ ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে আবিস্কার করেছেন ঔষধ, এই ঔষধ প্রয়োগের পরেই মাত্র একদিনের মধ্যে সেরে যাবে অসুখ জানিয়েছেন থাইল্যান্ড ব্যাংককের রাজাভিথি হাসপাতালের একদল চিকিৎসক।

থাইল্যান্ডের চিকিৎসক দলের দাবি, HIV-র এবং ফ্লু-র ওষুধ একটি নির্দিষ্ট মাত্রায় মিশিয়ে এই ওষুধ তৈরি করা হয়েছে। এই ওষুধ প্রয়োগ করা হয়েছে অসুস্থ ব্যক্তিদের ওপর। আর তারপরেই মিলেছে সাফল্য।

উল্লেখ্য, ফ্লুর চিকিৎসায় ব্যবহার করা হয় ওসেলটামিভির নামে একটি ওষুধ ও এইচআইভি-র চিকিৎসায় ব্যবহৃত ওষুধের নাম লোপিনাভির এবং রিটোনাভির।

ব্যাংককের রাজাভিথি হাসপাতালের ফুসফুস বিশেষজ্ঞ ডাক্তার জানিয়েছেন, এই ওষুধের প্রয়োগে রোগ সম্পূর্ণ সেরে যাচ্ছে, এমন নয়। তবে দ্রুত রোগীদের শারীরিক অবস্থার উন্নতি ঘটছে। আর এটাকে যথেষ্ট বড় সাফল্য হিসেবে দেখছেন তাঁরা।

http://www.anandalokfoundation.com/