13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার মাটিতে পা রাখল চীন ফেরত ৩১৬ বাংলাদেশি নাগরিক

Ovi Pandey
February 1, 2020 12:39 pm
Link Copied!

দি নিউজ ডেক্সঃ অনেক উদ্ধেগ ভয় আর হতাশা পার করে অবশেষে ঢাকার মাটিতে পা রাখল চীনে বসবাসকারী  ৩১৬ বাংলাদেশি নাগরিক।

আজ  বেলা ১১টা ৫৪ মিনিটে দেশে ফিরেছে বিমানের বিশেষ ফ্লাইটটি। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিমানের এই বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উহানের উদ্দেশে ছেড়ে যায়। চীনের উহান নগরীতে আটকে পড়া ৩১৬ জন বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরেছে বিমানের বিশেষ ফ্লাইট বিজি-৭০০২।

উহানের তিয়ানহি ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে আজ  সকাল পৌনে ৮টায় তাদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ঢাকার উদ্দেশে উড়াল দেয়। ফ্লাইটটিতে মোট ৩১৬ জন যাত্রী ফিরছেন যার মধ্যে ৩০১ জন প্রাপ্তবয়স্ক, ১২ জন শিশু এবং তিন জন নবজাতক। ফেরত আসা যাত্রীদের প্রথমে কোয়ারেন্টাইনে (সংক্রমণ প্রতিরোধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা) রাখার জন্য আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। তবে যারা চীন থেকেই ১৪ দিনের হিসাবে পর্যবেক্ষণে ছিল, তাদের অবশিষ্ট দিনগুলোর জন্য পর্যবেক্ষণে রাখা হবে।

http://www.anandalokfoundation.com/