14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে মাবিয়ার হাত ধরে স্বর্ণ পেল বাংলাদেশ

Biswajit Shil
December 7, 2019 3:28 pm
Link Copied!

ভারোত্তোলনে নারীদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত। ২০১৬ সালে এসএ গেমসে নারী ৬৩ কেজি শ্রেণীতে স্বর্ণপদক জয় করেন মাদারিপুরে জন্ম নেয়া এই ভারোত্তোলক।

আজ শনিবার ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে এই পদক জেতেন মাবিয়া। মাবিয়া আক্তার সীমান্তর হাত ধরে আবারো স্বর্ণ পদকের দেখা পেলো বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে চলমান দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের প্রথম দুই দিনে চার স্বর্ণ জিতে দারুণ শুরুর আভাস দেয় বাংলাদেশি অ্যাথলেটরা। তবে পরের টানা চারদিন আর স্বর্ণ পদকের তালিকায় নাম লেখাতে পারেনি লাল-সবুজরা। সব মিলিয়ে এটি বাংলাদেশের পঞ্চম স্বর্ণ পদক।

সপ্তম দিনে এসে দেশের হয়ে পঞ্চম স্বর্ণ পদক জিতে নেন মাবিয়া আক্তার সীমান্ত।   কমনওয়েলথ ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে নারী ৬৩ কেজি শ্রেণীতে তিনি একটি স্বর্ণ জেতেন তরুণ বিভাগে এবং দুইটি রুপা জয় করেন জ্যেষ্ঠ ও কনিষ্ঠ বিভাগে।

এসএ গেমসে এখন পর্যন্ত ৫টি সোনা জয়ের পাশাপাশি ১৮টি রুপা ও ৫৪টি ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ। এ পর্যন্ত বাংলাদেশের পদকসংখ্যা ৭৬

http://www.anandalokfoundation.com/