ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুই ওয়ার্ডে পৃথক উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিরাজগঞ্জ বাজার ও ৩নং ওয়ার্ডের মহদী গ্রামে পৃথক দুই উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সদস্য আজিজুর রহমান শান্ত’র সভাপতিত্বে ও ইউপি সচিব মো. কামাল খানের পরিচালনায় বিকেলে ২নং ওয়ার্ডের সিরাজগঞ্জ বাজারে অনুষ্ঠিত উন্মুক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন, ৩নং ওর্য়াড সদস্য আব্দুল জলিল, ইউপি সদস্যা শাহানার বেগম, উদ্যোক্তা লিঙ্কন দেবনাথ, ওয়ার্ড বাসীর মধ্যে ময়না মিয়া, আব্দুল হামিদ, নজরুল ইসলাম চান মিয়া, আব্দর আলী, হরুফ মিয়া, বানু বেগম, মুমিনা বেগম ও জবা বেগম।এসময় হাজী নাজিম উদ্দিন, আব্দুল আহাদ, বাতির আলী, সুনু মিয়া, দিলোয়ার হোসেন, জায়ফর আলী, সায়েস্তা মিয়া, বশির উদ্দিন, রজাক মিয়া, নাজির আহমদ ছানা, ললিত মোহন কর, সতন বিশ্বাস, লোকমান হোসেন, আব্দুল মনাফসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিকে, দুপুরে ৩নং ওয়ার্ডের মহদী গ্রামে ওয়ার্ড সদস্য আব্দুল জলিলের সভাপতিত্বে পৃথক উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়। ইউপি সচিব মো. কামাল খানের পরিচালনায় অনুষ্ঠিত উন্মুক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন, ইউপি সদস্যা শাহানার বেগম, ওয়ার্ড বাসীর মধ্যে সমরাজ আলী, বিজিত কান্তি শর্মা, সিকন্দর আলী, মখলিছ আলী, উপেশ সুত্রধর, রাধা সূত্রধর, ইশাদ আলী, আলীম উল্ল্যাহ, জফুর আলী, সমুজ আলী, মঈনুর আলী, সালিম উল্ল্যাহ, মখন আলী, পরিমল দেবনাথ, হরেন্দ্র বৈদ্য, সত্য দেবনাথ, সিতাই দেবনাথ, নিরন বৈদ্য, দিলারা বেগম, জোসনা দেবনাথ, জয়া রানী দেবনাসহ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন বলেন, ওয়াডের্র সকল সমস্যা সমাধানের জন্য উন্মুক্ত ওয়ার্ড সভার আয়োজন করা হয়। যেখানে ওয়ার্ড বাসী তাদের সমস্যা গুলি তুলে ধরবে আর আমরা তা গুরুত্ব অনুয়ায়ী পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করবো। ওয়ার্ড বাসী তাদের বক্তব্যে স্ব স্ব সমস্যা তুলে ধরেন এবং দ্রুত তা বাস্তবায়নের দাবী জানান।