13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার শহর পরিক্রামার মাধ্যমে বিজায়া দশমী পালিত

admin
October 9, 2019 8:24 am
Link Copied!

জগদীশ দাশ,মৌলভীবাজারঃ মৌলভীবাজার  শহর পরিক্রমার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী পালন করলো বিজয়া দশমী।

মঙ্গলবার ৮ অক্টোবর বিভিন্ন পূজা মন্ডপের প্রতিমা নিয়ে মৌলভীবাজার  শহর পরিক্রমা করে বিজয়া করলেন।

মৌলভীবাজার শহরে ১৩ টি পূজা মন্ডপে গভীর শ্রদ্ধার মাধ্যমে দর্গা পূজা হয়।গত শনিবার ৫ অক্টোবর মহা সপ্তমী থেকে পূজা মন্ডপ গুলো ছিলো ভক্তদের দ্বারা পরিপূর্ণ। কয়েকটা পূজা মন্ডপে ছিলো ভক্তদের উপচে পরা ভিড়। এর মধ্যে ত্রিনয়নী শিব বাড়িতে ছিলো হাজার হাজার ভক্তের সমাগম।আজ শহর পরিক্রমা করে চাঁদনীঘাটের পাশে মনু নদীতে প্রতিমা বিসর্জ্জন দেওয়া হয়। প্রতিমা বিসর্জ্জন দেখার জন্য হাজার হাজার লোক ছিলেন। বিসর্জ্জন শেষে ভক্তবৃন্দ শান্তিবারি গ্রহণ করেন।
মৌলভীবাজারে পূজার আয়োজন করে ত্রিনয়নী শিব বাড়ি, আবাহন, মহেশ্বরী, হরিজন, সুহৃত, নতুন কালীবাড়ি, দুর্গা বাড়ি, শ্বতরুপা,দশভুজা, শ্যাম সুন্দর আখড়া কমিটি, সৎসঙ্গ প্রভৃতি সংঘের সদস্য বৃন্দ। সকল পূজা মন্ডপে ছিলো প্রশাসনিক কর্মকর্তা থেকে জনপ্রতিনিধীদের ছিলো আসা যাওয়া।
বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ বলেন পূজা খুব সুন্দর ভাবে হয়েছে।আমরা চেষ্টা করেছি ভক্তদের সেবা করার। আমরা ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন,আনসার  ও স্থানীয় জনপ্রতিনিধীদের,উনারা আমাদের আইনশৃঙ্খলা বজায় রাখতে দিন রাত পরিশ্রম করেছেন।
http://www.anandalokfoundation.com/