13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাতের আধারে জোরপুর্বক তুলে নিয়ে সংখ্যালঘু কিশোরীকে পালাক্রমে ধর্ষণ

admin
September 26, 2018 11:46 pm
Link Copied!

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জে প্রকৃতির সাড়া দিতে গিয়ে ঘরের বাহিরে গেলে সংখ্যালঘু পরিবারের কিশোরী কন্যা(১৬) জোরপুর্বক তুলে নিয়ে রাতভর ধর্ষন করেছে একদল দুরবৃত্তরা। পরদিন সকালে পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নবীগঞ্জের প্রত্যন্ত এলাকা খরিয়া গ্রামে আতংক দেখা দিয়েছে।

অভিযোগ সুত্রে জানাযায়,নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খরিয়া গ্রামের নিরানন্দ সরকারের যুবতি কন্যা গত মঙ্গলবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গেলে পুর্ব থেকে ওৎপেতে থাকা একই ইউনিয়নের পুরানগাওয়ের করিম মিয়ার পুত্র হামিদ মিয়া,দেবপাড়া গ্রামের আবউল মতিনের পুত্র মোশাহিদ মিয়া,সমসু মিয়ার পুত্র সুমন মিয়া,লহরজপুর গ্রামের সুন্দর মিয়ার পুত্র স্বপন মিয়া গংরা তাকে জোড়পূর্বক তুলে নিয়ে পাশ্ববর্তী পরিত্যক্ত ঘরে মধ্যযুগীয় কায়দায় রাতভর উপর্যপরি ধর্ষন করে। বাড়ীর রোকজন তাকে আশেপাশে অনেক খুজাখুজি করে পরিদন গতকাল বুধবার সকালে পাশ্ববর্তী মুচির পরিত্যক্ত ঘর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি তদন্ত উত্তম কুমার দাশ ও এস আই পার্থ চক্রবর্ত্তীর নেতৃত্বে একদল পুলিশ ভিকটিমকে উদ্ধার করে নবীগঞ্জ থানায় এনে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরন করেন।

ভিকটিমের পিতা নিরানন্দ সরকার বাদী হয়ে উল্লেখিত ঘটনাকারীদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। ভিকটিমের পক্ষের লোকজন বিষয়টি নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলকে অবগত করলে তাৎক্ষনিকভাবে নবীগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল,সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য গৌরমনি সরকার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর,সাংস্কৃতিক সম্পাদক পিন্টু রায়,সদস্য রাজীব কুমার রায়,কালিয়ারভাঙ্গা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক পরিমল সরকার,হরি সরকারসহ নেতৃবৃন্দ নবীগঞ্জ থানায় গেলে সেখানে অবস্থানরত নবীগঞ্জ বাহুবল সার্কেল এ এসপি পারভেজ আলম চৌধুরীর এবং নবাগত ওসি শেখ মোহাম্দ সোহেল রানার নিকট ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মুলক শাস্তির আহবান জানালে এ এসপি সার্কেল উপস্থিত নেতৃবৃন্দকে সুষ্ট বিচারের ব্যাপারে আশ্বস্ত করেন। কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন,ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করলে নিরীহ লোকজন ন্যায় বিচার পাবে।

এ ব্যাপারে ওসি তদন্ত উত্তম কুমার দাশ জানান,ভিকটিকমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ আধনিক হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর পরই আসামী পক্ষের লোকজন ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে বাদী পক্ষের লোকজনকে থানায় অভিযোগ দায়ের না করার জন্য হুমকি প্রদান করেছে বলে জানা গেছে। এ ঘটনায় খরিয়া গ্রামের সংখ্যালঘু লোকজনের মাঝে আতংক বিরাজ করছে।

http://www.anandalokfoundation.com/