13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ছেড়ে যায়নি দূরপাল্লার বাস

admin
November 23, 2015 5:03 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে গাবতলী থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

হরতালে সোমবার সকালে রাজধানীর ব্যস্ততম বাস টার্মিনাল গাবতলীতে গিয়ে দেখা গেছে, অন্য দিনের চেয়ে গাড়ির সংখ্যা কম। বাস টার্মিনাল ও এর আশপাশের বিভিন্ন কাউন্টার খুললেও সেগুলো যাত্রীশূন্য। অধিকাংশ কাউন্টারে কোনো কাউন্টারম্যান নেই।

গাবতলী মাজার রোডের উত্তরবঙ্গগামী পরিবহন হক এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার মোহাম্মদ রাজু জানান, উত্তরবঙ্গের দিকে তাদের কোনো গাড়ি ঢাকা ছেড়ে যায়নি।

দেশ ট্র্যাভেলসের গাবতলী শাখার ম্যানেজার আতাউর রহমান বলেন, এখনো দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে রাত থেকে বাস ছেড়ে যাবে।

সাকুরা এসি বাসের কাউন্টারবয় মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে কিছু পরিবহন চলাচল করছে।

হরতালে গাবতলী এলাকায় অন্য স্বাভাবিক দিনের চেয়ে কম যানবাহন চলাচল করতে দেখা গেছে। গাবতলী-ঢাকা সিটি সার্ভিস চলাচল করলেও প্রাইভেট কারের সংখ্যা ছিল একেবারেই কম। তবে দোকানপাট খুলেছে অন্য দিনের মতোই।

এ ছাড়া কল্যাণপুরে অবস্থিত দূরপাল্লার বাস কাউন্টারগুলো বন্ধ দেখা গেছে।

অন্যান্য হরতালের দিনের মতো সোমবারও সকাল থেকে রাস্তায় রিকশা ও অটোরিকশা চলাচল করছে। সংখ্যায় কম হলেও গণপরিবহনও চলছে বিভিন্ন রুটে।

গাবতলী, মিরপুর-১, মিরপুর-১২ ও মিরপুর-১৪ নম্বর সেক্টর থেকে সকাল থেকে সিটি পরিবহনের কিছু গাড়ি রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করছে। বিআরটিসির বাসও চলতে দেখা গেছে।

 

http://www.anandalokfoundation.com/