× Banner
সর্বশেষ
সাতক্ষীরায় নারী জনপ্রতিনিধিদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সীমান্তে পতাকা বৈঠকে ভারতীয় নাগরিককে হস্তান্তর মাদারীপুরে হোটেল রেস্টুরেন্টের মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময় সভা তারেক রহমানের পক্ষে আগৈলঝাড়ায় ১৫৯ পুজা মন্ডপে অনুদান প্রদান আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানঘর ভাঙচুর এবং গাছ কাটার অভিযোগ কালকিনিতে দুর্গাপূজাউপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি’র মতবিনিময় সভা আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ডের মৃত্যু আহত ২ নোয়াখালী পৌরসভা আ.লীগের সভাপতি ঢাকায় গ্রেপ্তার আজ শুরু হচ্ছে দেবীর নবরাত্রিক ব্রতারম্ভ

শোকাহত, সাবেক রাষ্ট্রপতি আর নেই

admin
হালনাগাদ: শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯১ বছর।

শুক্রবার ৩ নভেম্বর রাত পৌনে নয়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আব্দুর রহমান বিশ্বাস।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ কথা জানান।

বরিশাল জেলার শায়েস্তাবাদে ১৯২৬ সালে ১ সেপ্টেম্বর আবদুর রহমান বিশ্বাসের জন্ম। বরিশাল শহরেই তিনি স্কুল ও কলেজজীবন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে ইতিহাসে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আবদুর রহমান বিশ্বাস ১৯৫০-এর দশকে আইন পেশায় যোগদান করেন। তিনি ১৯৬২ এবং ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তান আইনসভার সদস্য নির্বাচিত হন।

সাবেক এই রাষ্ট্রপতি ১৯৬৫ থেকে ১৯৬৯ পর্যন্ত পূর্ব পাকিস্তানের সংসদীয় সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তিনি পাকিস্তান প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতিসংঘের ২২তম অধিবেশনে যোগদান করেন। মুক্তিযুদ্ধকালে তিনি স্বাধীনতার বিরোধী ছিলেন। তার আনুগত্য ছিল পাকিস্তান সরকারের প্রতি। তিনি ১৯৭৪ এবং ১৯৭৬ সালে দুবার বরিশাল বার সমিতির সভাপতি নির্বাচিত হন।

১৯৭৭ সালে তিনি বরিশাল পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯-৮০ সালে তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় পাটমন্ত্রী এবং ১৯৮১-৮২ সালে বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।

রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পূর্বে আবদুর রহমান বিশ্বাস ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ৪ এপ্রিল ১৯৯১ তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে ওই সংসদ আবদুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি নির্বাচিত করে এবং ১৯৯৬ সালের ৮ অক্টোবর তার মেয়াদ শেষ হয়।


এ ক্যটাগরির আরো খবর..