মেহের আমজাদ, মেহেরপুর (০৮-১০-১৬) মেহেরপুর পৌরসভা নির্বাচনের দাবীতে ক্রমেই ফুঁসে উঠছে মেহেরপুর। তৃতীয় দিনের মত বিক্ষোভ মিছিল, টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ, বর্তমান মেয়রের বাড়ি ও অফিস ঘেরাও করেছে বিক্ষুব্ধরা। ভোটের দাবীতে বৃহস্পতিবার রাত থেকে টানা চলছে এই আন্দোলন।
গতকাল শনিবার একই দাবীতে নারীরা ঝাঁড়–মিছিল বের করে। ভোট বন্ধের পিছনে বর্তমান মেয়রকে দায়ী করে মিছিলকারীদের মুখে শ্লোগান ছিল- মতুর দুই গালে জুতা মারো তালে তালে। মতুর কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও। মতু তুই গদি ছাড়, গদি কি তোর বাপ-দাদার।
প্রতিবাদ জানাতে শহরের বিভিন্ন ওয়ার্ডের শত শত নারীরা বিকেলে হোটেলবাজার রিপন টাওয়ারের সামনে জড়ো হয়। সেখান থেকে মিছিল বের করে শহর প্রদক্ষিনের সময় তারা বর্তমান মেয়রের বাড়ি অবরোধের চেষ্টা করে। নারীরা মেয়রের বাড়ির দিকে ঝাটা নিয়ে যেতে চাইলে মহিলা পুলিশ ক্ষুব্ধ নারীদের নিবৃত্ত করে। সেখান থেকে মিছিল নিয়ে তারা বড়বাজার প্রদক্ষিণ শেষে পৌরসভা ঘেরাও করতে সন্মুখ সড়কে জড়ো হয়। সেখানে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। কিছুক্ষণ সেখানে অবস্থানের পর নারীরা পুনরায় মিছিল নিয়ে মেয়রের বাড়ি ঘেরাওয়ের চেষ্টা করে।
বিক্ষুব্ধ নারীরা মিছিল থেকে বিকৃত শ্লোগান ও অশ্লীল শব্দ ব্যবহার করে। এ সময় এক গোয়েন্দা পুলিশ সদস্য কতৃক ৫ নারী লাঞ্ছিত হলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য নাজিম উদ্দিনকে তাৎক্ষনিকভাবে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। নির্বাচন বন্ধের প্রতিবাদে এবং নির্বাচনের দাবীতে টানা তিনদিনের পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। যে কোন পরিস্থিতি মোকাবিলায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ক্লোজ এর বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিম সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান।
প্রসঙ্গত, মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামনপাড়া সিমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে মামলার কারণে মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন বন্ধ থাকে। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের একটি আদেশে নির্বাচন কমিশন আগামী ৩১ অক্টোবর এই দুই স্থানের নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়। ২৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে এক আদেশে ৩১ অক্টোবর ওই দুই স্থানে নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য্য করে তফসিল ঘোষণার জন্য জেলা নির্বাচন অফিসকে নির্দেশ দেন। সেই তফসিল অনুযায়ী ৬ অক্টোবর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের পর স্থগিত হয়েগেল এই নির্বাচন।