উত্তম কুমার রায়ঃ বাংলাদেশের মধ্যে প্রকৃতিবান্ধব ও ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুরের বিরল উপজেলার রুদ্রপুর গ্রামের দীপশিখা মাটির দুইতলা স্কুলটি। ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘দীপশিখা’। ১৯৭৬ সালে থেকে এ দেশে কাজ শুরু করে। ১৯৮৪ সালে সরকারি অনুমোদন পায়। তাদের পাঁচটি কর্মসূচি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রশিক্ষণ, আয় সৃষ্টি। শিক্ষা কর্মসূচির অধীনে প্রতিষ্ঠিত ‘দীপশিখা মেটি স্কুল’।
প্রতিষ্ঠাতা জার্মান স্বেচ্ছাসেবী ‘পৌল চারোয়া তিগ্যা’। তার লক্ষ্য ছিল, প্রত্যন্ত গ্রামে লেখাপড়ার আলো ছড়িয়ে দেওয়া। ফলে ১৯৯৯ সালের ১ সেপ্টেম্বর স্কুলের জন্ম। তিগ্যা শুরুতে ছোট্ট পরিসরে স্কুল করেছেন।
মেটির মানে ‘মর্ডান এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট’ (মেটি)। প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে অল্প খরচে, হাতের নাগালে, প্রয়োজনীয় পণ্যদ্রব্য তৈরি করে গ্রামের মানুষের শিক্ষা,সংস্কৃতি, আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টিসহ সার্বিক উন্নয়ন করাই তাদের উদ্দেশ্য।
স্কুল তৈরির বিশেষ উদ্দেশ্য, শিশুদের আনন্দের মাধ্যমে লেখাপড়া শেখানো, শিক্ষার প্রতি ইতিবাচক, স্থায়ী মনোভাব তৈরি, যুক্তিপূর্ণ চিন্তাধারার বিকাশ, একসঙ্গে লেখাপড়া শিখে তাদের অবহেলিত অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়বদ্ধতা সৃষ্টি, সমাজ-দেশকে আলোকিত করা।
মাটির ঘরে পাঠ মাটি, বাঁশের এ স্কুল তৈরি করেছেন ‘আন্না হেয়ারিংগার’। পৌলের মতোই তিনি জার্মান স্বেচ্ছাসেবক। প্রথমে দীপশিখায় স্বেচ্ছাসেবক হিসেবে এক বছর কাজ করে আপন দেশে ফিরে গেছেন। স্থাপত্যবিদ্যায় লেখাপড়া করে পরে বেড়াতে এলেন। পৌল তাকে বললেছন, ‘এই প্রত্যন্ত এলাকার মানুষের উন্নয়নে কোনোভাবে সাহায্য করতে পারবেন?’ নবীন স্থপতি অল্প খরচে, আলো-বাতাস আসবে এমন বাড়ি তৈরি করে দেওয়ার প্রস্তাব দিলেন। বাড়িগুলো বাঁশ, মাটি, খড় দিয়ে বানাবেন। এভাবেই জন্ম ‘দীপশিখা মেটি স্কুল’।
তিনি রুদ্রপুর গ্রামে তিনটি মডেল বাড়িও তৈরি করে দিয়েছেন। তার স্কুল ও বাড়িগুলো মাটির ওপর বানানো, বাঁশের কাঠামোতে দাঁড়িয়ে আছে। ফলে গরমকালে শীতল, শীতকালে গরম থাকে।
তাতে স্কুলের ছাত্রছাত্রীরা গরম কি শীতের অনুভূতি তীব্রভাবে অনুভব করতে পারেন না। আলো-বাতাসের আগমনে তাদের স্বাস্থ্য ভালো থাকে। মাটির ঘরগুলো পরিবেশবান্ধব।