13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন পিছিয়ে পুনঃতফসিল ঘোষণায় আপত্তি নেই আওয়ামীলীগের

admin
November 12, 2018 2:36 pm
Link Copied!

একাদশ জাতীয় নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করে পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগের কোনও আপত্তি নেই। জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন,  পুরনো তারিখের মধ্যেই দলীয় মনোনয়ন শেষ করবে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত ইতিবাচক।

তিনি বলেন, তারিখ না পেছালেও ঐক্যফ্রন্ট নির্বাচনে আসত।

গতকাল রোববার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছিলেন, নির্বাচন কমিশন যদি সময় বাড়াতে চান, সেখানে আওয়ামী লীগের আপত্তি থাকবে না।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর।

এর আগে গত বৃহস্পতিবার একাদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেছিলেন সিইসি। আগের তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল।

http://www.anandalokfoundation.com/