14rh-year-thenewse
ঢাকা আজ শনিবার মার্চ 15, 2025
আজকের সর্বশেষ সবখবর

৭৫৫ মার্কিন কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ

admin
July 31, 2017 11:10 am
Link Copied!

নিউজ ডেস্কঃ মস্কোর ওপর আরোপিত সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার জবাবে ৭৫৫ মার্কিন কূটনীতিককে রাশিয়া ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসছে ১ সেপ্টেম্বরের মধ্যে এই কূটনীতিকদের রাশিয়া ছেড়ে যেতে হবে। খবর বিবিসির।

গতকাল রোববার মার্কিন কংগ্রেসে নিষেধাজ্ঞার পরপরই এমন সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট। এ নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক সে সময়ে পুতিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ছাঁটাইয়ের নির্দেশ দিলেন।

আধুনিক কূটনীতির ইতিহাসে এতো বিরাট সংখ্যক মানুষকে একসঙ্গে বহিষ্কারের ঘটনা আর ঘটেনি।

একসঙ্গে এতো সংখ্যক কূটনীতিককে প্রত্যাহারের পর রাশিয়াতে থাকবে মাত্র ৪৫৫জন মার্কিন স্টাফ; নানান নিষেধাজ্ঞার পরও একই সংখ্যক রুশ স্টাফই এখন রয়েছে যুক্তরাষ্ট্রে।

রুশ প্রেসিডেন্ট বলেন, মার্কিন আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিষেধাজ্ঞা প্রস্তাবের জবাবে ওয়াশিংটনের বিরুদ্ধে আরো ব্যবস্থা নেওয়ার চিন্তা করছে  রাশিয়া।

এক সাক্ষাৎকারে রাশিয়ার টেলিভিশন ভেস্তিকে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রকে ১ সেপ্টেম্বরের মধ্যেই ৭৫৫ জনকে ছাঁটাই করতে হবে।

‘কারণ এখনো এক হাজারের বেশি কর্মী-কূটনীতিক ও সহায়ক কর্মচারী রাশিয়ায় কাজ করছে। ৭৫৫ জনকে অবশ্যই রাশিয়ায় কর্মকাণ্ড বন্ধ করতে হবে’, বলেন পুতিন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ও ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দখলে নেওয়ার শাস্তি হিসেবে মার্কিন কংগ্রেস রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রস্তাব আনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেই সেই প্রস্তাব আইনে পরিণত হবে।

মার্কিন কংগ্রেসে নিষেধাজ্ঞার পরপরই সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল রাশিয়া। এ নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক সে সময়ে পুতিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ছাঁটাইয়ের নির্দেশ দিলেন।

http://www.anandalokfoundation.com/