13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

৪০ ভাগ এলাকা-কোটায় ভর্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

admin
November 27, 2015 3:37 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ রাজধানীতে প্রথমবারের মত প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিতে ৪০ ভাগ এলাকা কোটা রেখে ভর্তি কার্যক্রম শুরু করেছে মাধ্যমিক বিদ্যালয়গুলো। এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা।

এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে শিক্ষা অধিদপ্তর। তবে এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেও সব বিদ্যালয়ের মান উন্নয়নের ওপরই জোর দিলেন শিক্ষাবিদরা।

ভর্তি ফরম বিতরণের মাধ্যমে রাজধানীর মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। আগামী বছর থেকে প্রথমবারের মত প্রতিটি শ্রেণির মোট আসনের ৪০ ভাগ বিদ্যালয় সংলগ্ন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করার সিদ্ধান্তে মিশ্র অভিমত দিয়েছেন অভিভাবকরা।

একজন অভিভাবক বলেন, ‘আমরা যে এলাকায় থাকি, সেখানে ভালো কোনো স্কুল নেই, এক্ষেত্রে আমরা কী করবো।’

অন্য একজন অভিভাবক সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘এলাকার স্কুলে পড়াশোনা করলে শহরের যানজট অনেক কমে যাবে। এছাড়া শিক্ষার্থীদের জন্যও রাস্তা-ঘাটের ঝুঁকি কমবে।’

তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই ভর্তির ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ড. উম্মে সালেহা বেগম।

এমন সিদ্ধান্ত বাস্তবায়নের শুরুতেই উন্নত বিশ্বের মতো সব অঞ্চলের বিদ্যালয়ের মানের মধ্যে সমতা আনয়নের দিকে জোর দিলেন শিক্ষাবিদরা।

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘উদ্যোগটা ভালো, কিন্তু বাস্তবায়নে কতগুলো সমস্যা রয়েছে। প্রথমত, সব স্কুল মানসম্মত নয়। কোন কোন স্কুলের চরম দুর্দশা। দ্বিতীয় সমস্যা হলো এলাকা নির্ধারণ।’

সীমানা নির্ধারণ সংক্রান্ত সমস্যা সমাধানের সব দিক বিবেচনায় রেখে ভর্তির ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোকে সহযোগিতা করা হচ্ছে বলে দাবি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. এলিয়াছ হোসেনের।

নতুন এ উদ্যোগ মানসম্পন্ন স্কুলগুলোকে সুনাম ধরে রাখার পাশাপাশি পিছিয়ে পড়া স্কুলগুলোকে মান উন্নয়নে উদ্যোগী করবে বলেও অভিমত স্কুল প্রধানসহ শিক্ষাবিদদের।

http://www.anandalokfoundation.com/