13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

৩২ নম্বরে হামলা করে ফের ক্ষমতার জানান দিতে চেয়েছিল নব্য জেএমবি

admin
August 15, 2017 4:21 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ হোটেলের বারান্দায় পড়ে আছে সাইফুলের মরদেহ গুলশান হামলার পর কোণঠাসা হয়ে পড়া নব্য জেএমবি ১৫ আগস্টের শোক দিবসকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে হামলার মাধ্যমে নিজেদের ক্ষমতার জানান দিতে চেয়েছিল। কিন্তু কোনও ধরনের নাশকতার আগেই কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম নব্য জেএমবি’র এই পরিকল্পনার কথা জানতে পারে। গোয়েন্দা তথ্যের মাধ্যমে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে নাশকতার জন্য প্রস্তুতি নেওয়া সাইফুল ইসলাম (২২) নামে ওই জঙ্গিকে পরাস্ত করে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা বলছেন, নব্য জেএমবি’র নতুন এই পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া নিঃসন্দেহে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক বড় সাফল্য। জঙ্গিরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে অনেক বেশি ক্ষয়ক্ষতি হতে পারতো।

সিটিটিসি’র প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘নব্য জেএমবি’র একটি সেল বড় নাশকতার পরিকল্পনা করেছিল। তাদের সেই পরিকল্পনার বিষয়ে আমরা আগাম কিছু গোয়েন্দা তথ্য পাচ্ছিলাম।ধারাবাহিক অভিযানে কোনঠাসা নব্য জেএমবি কিছুটা মরিয়া হয়ে ওঠে। তাদের লক্ষ্য ছিল, একটি বড় হামলা করা। যাতে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া যায়। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে তাদের সক্ষমতার বিষয়টি প্রচার পায়।’

মনিরুল ইসলাম বলেন, ‘কোনঠাসা হয়ে যাওয়ার কারণে নব্য জেএমবি নতুন করে সদস্য রিক্রুট করতে পারছিল না। এই হামলার মাধ্যমে তাদের সদস্যরা যাতে আরও বেশি চাঙ্গা হয়, সেই পরিকল্পনাও ছিল তাদের।’

আগাম তথ্য ছিল সিটিটিসি’র কাছে

১৫ আগস্ট শোক দিবসের মিছিলে সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর জঙ্গিদের হামলার পরিকল্পনার কথা কয়েকদিন আগেই জানতে পারে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।সিটিটিসি’র একজন কর্মকর্তা বলেন, ‘বিশেষ প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা জানতে পারেন নব্য জেএমবি’র একটি দল নতুন করে হামলার পরিকল্পনা করছে। এজন্য চলতি মাসের শুরুতেই ফিদায়ী সদস্য হিসেবে সাইফুল ইসলামকে প্রস্তুত থাকতে বলা হয়। চলতি মাসের ৭ আগস্ট খুলনা থেকে ঢাকায় আসে সাইফুল। এরপর বিভিন্ন জায়গায় অবস্থানের পর শোক দিবস উপলক্ষে ৩২ নম্বরে হামলার জন্য বলা হয় সাইফুলকে। এজন্য তাকে দেওয়া হয় প্রয়োজনীয় এক্সপ্লোসিভ। কালো ট্রাভেল ব্যাগে করে এক্সপ্লোসিভ ও সুইসাইডাল ভেস্ট নিয়ে হোটেল ওলিও ইন্টারন্যাশনালের ৩০১ নম্বর কক্ষটি ভাড়া নেয় সাইফুল।’

কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেন, ‘পান্থপথ এলাকার কোথাও যে সাইফুল অবস্থান করছে, তা তারা (সিটিটিসি) জানতে পেরেছিলেন। সম্ভাব্য কয়েকটি স্থানে গোয়েন্দা নজরদারির মাধ্যমে হোটেল ওলিওতে ওঠার বিষয়টি জানতে পারেন। এজন্য রবিবার রাত থেকেই পান্থপথ এলাকায় ব্যাপক নজরদারি করা হয়। ভোরের দিকে হোটেল ওলিওতে সবগুলো কক্ষ তল্লাশী করতে গিয়ে ৩০১ নম্বর কক্ষের বোর্ডার ভেতর থেকে সাড়া না দিলে, তাদের সন্দেহ হয়। পরে তারা ওই কক্ষটি বাইরে থেকে ছিটকিনি আটকিয়ে রাখেন।’

আত্মসমর্পণের আহ্বানে সাড়া দেয়নি সাইফুল

অভিযানে অংশ নেওয়া সিটিটিসি’র কর্মকর্তারা বলেছেন, ‘জঙ্গি নিশ্চিত হওয়ার পর বাইরে থেকে বারবার আত্মসমর্পণের আহ্বান জানানো হয় সাইফুলকে। কিন্তু সে ভেতর থেকে কোনও সাড়া দেয়নি।’ পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, ‘১৫ আগস্ট উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। এজন্য সকালে অভিযানের জন্য একটু সময় নেওয়া হয়। সকাল ৯টা ৪০ মিনিটে সোয়াট সদস্যরা অভিযানের প্রস্তুতি নিলে জঙ্গি সাইফুল নিজে আত্মঘাতী ভেস্ট পরে বের হয়ে আসে। সোয়াট সদস্যরা গুলি করার সময় সে নিজে আত্মঘাতী হওয়ার জন্য বিস্ফোরণ ঘটায়।’

বোমা বিস্ফোরণে বিধ্বস্ত হোটেল ওলিও
বোমা বিস্ফোরণে বিধ্বস্ত হোটেল ওলিও
সিটিটিসি’র প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘আত্মঘাতী সাইফুলের সঙ্গে তিনটি বোমা ছিল। প্রথমটি দরজা ভাঙার সময় বিস্ফোরিত হয়, দ্বিতীয়টি সে নিজে ফাটায় ও তৃতীয়টি বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে। বোমাগুলো শক্তিশালী ছিল। একারণে বিস্ফোরণের সময় রুমের দেয়াল ও ব্যালকনির দেয়ালও ভেঙে পড়েছে।’

কে এই সাইফুল?

খুলনার ডুমুরিয়া এলাকার ইমাম আবুল খায়েরের ছেলে সাইফুল ইসলাম। আগে মাদ্রাসায় পড়লেও পরে খুলনার বিএল কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়তো সে। থাকতো শহরের একটি মেসে। সিটিটিসি’র কর্মকর্তারা বলছেন, ‘সাইফুল সম্পর্কে যতটুকু তথ্য পেয়েছেন, তাতে মনে হয়েছে অনলাইনে র‌্যাডিক্যাল হওয়ার পর সাইফুলের সঙ্গে নব্য জেএমবি’র একটি সেলের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়।পরবর্তীতে ফিদায়ী বা আত্মঘাতী সদস্য হিসেবে তাকে নির্বাচিত করা হলে সে ঢাকায় আসে।’

সাইফুলের হামলার প্রস্তুতি কী বার্তা দিচ্ছে?

কোনঠাসা নব্য জেএমবি’র নতুন করে হামলার চেষ্টা কী বার্তা দিচ্ছে? সিটিটিসি’র একজন কর্মকর্তা বলছেন,‘নব্য জেএমবি কোনঠাসা হয়ে গেলেও একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছে, এমন দাবি কখনও করা হয়নি। এখনও যারা বাইরে আত্মগোপনে রয়েছে, তারা যে নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। সংগঠিত হওয়ার পাশাপাশি তারা হামলার প্রস্তুতিও নিচ্ছে।’

সিটিটিসি’র কর্মকর্তারা বলছেন, ‘তারা জঙ্গিদের বিস্ফোরক সংগ্রহের অনেক পথ বন্ধ করে দিলেও দেশের ভেতর থেকে নানা উপায়ে বিস্ফোরক দ্রব্য সংগ্রহের তথ্য পাচ্ছেন। বর্তমানে নির্দিষ্ট কিছু আস্তানায় এসব বিস্ফোরক দিয়ে বোমা তৈরি করা হচ্ছে। এছাড়া জঙ্গিরা নতুন সদস্যদের আগের মতো হিজরত করতেও অনুৎসাহিত করছে। হামলার দিনক্ষণ চূড়ান্ত করে ও সব ধরনের প্রস্তুতি নিয়ে পরে হিজরত করতে বলা হচ্ছে। ফিদায়ী বা আত্মঘাতী হিসেবে একজনের বেশি সদস্যকে একসঙ্গে থাকতেও নিরুৎসাহিত করছে নব্য জেএমবির শীর্ষ নেতারা ।’

সিটিটিসি’র একজন কর্মকর্তা বলেন, ‘নব্য জেএমবি নতুন কৌশল নিয়ে কাজ করছে। তাদের নতুন নেতাদের গ্রেফতারে নিয়মিত অভিযানও চলছে। একইসঙ্গে বিস্ফোরক সংগ্রহ ও বোমা তৈরিতে দক্ষ নেতাদের সবাইকে শনাক্তে নিয়মিত গোয়েন্দা নজরদারি চলছে।’

http://www.anandalokfoundation.com/