13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

২১ দিনে প্রায় ৫৩ লক্ষ জনকে করোনা টিকা দিয়ে দ্রুত গতিতে বিশ্বে এগিয়ে ভারত

Rai Kishori
February 6, 2021 8:30 am
Link Copied!

বিশ্বের সবথেকে বড় করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম চালাচ্ছে ভারত। গত ১৬ জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হয়ে ২১ দিনের মধ্যে ৫২ লক্ষ ৯০ হাজার ৪৭৪ জনকে কোভিডের টিকা দেওয়া হয়েছে। জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব মনোহর অগনানী।

ভারতে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া বিশ্বের অনেক শক্তিশালী দেশের তুলনায় অনেক দ্রুত গতিতে চলেছে। পরিসংখ্যানের কথা বললে, ৫০ লক্ষ মানুষকে করোনার টিকা আমেরিকায় ২৪ দিনে, ব্রিটেনে ৪৩ দিনে আর ইজরায়েলে ৪৫ দিনে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভারতে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন কোভিশিল্ড আর ভারত বায়োটেকের কোভ্যাকসিনের প্রয়োগ করা হচ্ছে। এর আগে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সংক্রামক বিভাগের হেড ডঃ সমীরণ পাণ্ডা কোভ্যাকসিন আর কোভিশিল্ড নিয়ে ছড়ানো গুজবের জবাব দিয়েছেন।

http://www.anandalokfoundation.com/