13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগামী ৫ এপ্রিল থেকে বিশেষ ওএমএসে ১০ টাকা কেজি দরে চাল

Rai Kishori
April 2, 2020 5:50 pm
Link Copied!

ঢাকাসহ দেশের সব বিভাগীয় ও জেলা শহরে বস্তিসহ নিম্নবিত্ত লোকজনের এলাকায় বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি আগামী ৫ এপ্রিল থেকে শুরু হবে।

আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয় থেকে জারি করা নীতিমালায় বিষয়টি জানানো হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, একজন ক্রেতা সপ্তাহে একবার জাতীয় পরিচয়পত্র দেখিয়ে পাঁচ কেজি চাল কিনতে পারবেন। এক পরিবার থেকে একজনের বেশি কেউ চাল কিনতে পারবেন না।

সপ্তাহের প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বিশেষ ওএমএস’র মাধ্যমে এই চাল বিক্রি করা হবে। ঢাকায় প্রতি কেন্দ্রে দৈনিক তিন টন এবং ঢাকার বাইরে প্রতিটি কেন্দ্রে দুই টন করে চাল দেওয়া হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, কেন্দ্রগুলো যাতে বস্তিসহ নিম্নবিত্ত লোকজন যে এলাকায় বসবাস করেন, সেখানে স্থাপন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে বিশেষ এই কর্মসূচি পরিচালনা করতে হবে।

http://www.anandalokfoundation.com/