× Banner
সর্বশেষ
পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

হোটেলে আটকে রেখে যুবতিকে গণধর্ষণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

সিলেট প্রতিনিধিঃ সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেলে এক যুবতী আটকে রেখে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় ধর্ষণের শিকার ওই যুবতী বাদী হয়ে
৫ জনের নাম উল্লেখ করে এসএএমপি এয়ারপোর্ট থানায় নারী ও শিশু নির্যাতন আইনে গত মঙ্গলবার মামলা নং-১৬ দায়ের করেন।

মামলার এজহার নামীয় আসামিরা হচ্ছে- কানাইঘাট থানার রাজাগঞ্জ গ্রামের রফিক উদ্দিনের ছেলে লায়েছ আহমদ (৩২), ওসমানীনগরের দৌলতপুর করুয়া বাজারের মঈন উদ্দিন (৩০), জকিগঞ্জ বিয়াবাইল (নিয়াগুল) গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে ফুজায়েল আহমদ (২৯), একই থানার খলাদাফনিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে শরিফ উদ্দিন (২৭) ও কানাইঘাটের বড়বন্দ দালানবাড়ী গ্রামের মৃত আব্দুল হকের ছেলে ফখরুল আহমদ উরফে কায়েদে আযম
(৩৫)।

মামলার এজহার সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১১ অক্টোবর দুপুরে মামলার এজহার নামীয় আসামি লায়েছ,মঈন,ফুজায়েল সিএনজি অটোরিকশা করে ওই যুবতীকে এয়ারপোর্ট থানাধীন হোটেল হিল সাইড হলিডে হোম নামের আবাসিক হোটেলের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে ওই আসামীরা ছাড়াও মামলার এজহার নামীয় অন্য আসামীরা হোটেল কক্ষের মধ্যে জোরপূর্বক ওই যুকবতীকে গণ ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে যায়। পরবর্তীতে খবর পেয়ে ওই যুবতীকে আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন তার খালাতো ভাই।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, জকিগঞ্জের এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় থানায় ৫জনকে আসামী করে মামলা হয়েছে। পুলিশ আসামীদেরকে গ্রেফতার করার জন্য তৎপর রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..