× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

মধুখালী প্রতিনিধি

হিন্দু পরিবারের জমি দখলে জুয়েল রানার বিরুদ্ধে অভিযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
হিন্দু পরিবারের জমি দখল

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ গ্রামের এক হিন্দু পরিবারের ৩০ শতাংশ জমি জোরপূর্বক দখলে নেয়ার অভিযোগ উঠেছে রাজধরপুর গ্রামের মৃতঃ হবিবার এর ছেলে জুয়েল রানার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জমির মালিক বিষয়টি জানিয়ে মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, মধুখালী থানার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ এলাকার ভূপতি বৈদ্য পিতাঃ মৃতঃ ভূবন চন্দ্র বৈদ্য নিজের শরীকের জমি বলে ২০১৭ সালে সূধন্য বৈদ্্য‘র কাছ থেকে দলিল মূলে কিনেন ৮শতাংশ সহ আর পৈতৃক সূত্রে মোট ৩০ শতাংশ জমির মালিক। এরপর থেকে ওই জমিতে বসতবাড়ি ও বাগান করে তাদের পরিবার শান্তি পূর্ণভাবে ভোগ-দখল করে আসছে। এরপর বিবাদী জুয়েল রানা বহি শত্রুর ক্ষমতার দাপটে তাদের মারধর করে তাদের বসতবাড়ী ও বাগান বাড়ি জোর-জবর দখল করার পায়তারা ও ষড়যন্ত্র করে। বিবাদী কাজে বাধা প্রদান করিলে তাদের মারধর ও খুন জখমের হুমকি প্রদান করে এর ভয়ে তারা বাড়ী ছাড়া হয়ে যায়। এই সুযোগে বিবাদী ভাড়াটিয়া লোকজন দিয়ে বাগান কেটে নতুন ঘর তৈরী করে জমি-জমা দখল করে নেয়।

অভিযোগে আরো জানা যায়, সম্প্রতি ওই এলাকার প্রভাবশালী জমি ব্যবসায়ী জুয়েল রানা জমি কেনার জন্য ভূপতি বৈদ্যকে প্রস্তাব দেন। কিন্তু তিনি জমি বিক্রি করতে রাজি না হওয়ায় ডুমাইন যাইতে গড়িয়াদহ মোড় থেকে বামে সূধন্য বৈদ্য’র মালিকের কাছ থেকে ৫০৩৬ নং দাগে ১.৬৬ শতাংশ জমি কেনেন জুয়েল রানা । এরপর গড়িয়াদহ মৌজাধীন বি.এস.খতিয়ান নং-১১৯০ বি.এস, নং ৫৫৮৪ দাগের থাকা ভূপতি বৈদ্য পৈতৃক সূত্রে পাওয়া ৩০ শতাংশ জমিতে জোরপূর্বক টিন দিয়ে বেড়া দিয়ে দখলে নিয়ে মাটি ভরাট শুরু করে টিনের ঘর তৈরী করেন। ভূপতি বৈদ্য যেন বাধা দিতে না পারে তাই দখলকৃত জমিতে টিনশেড ঘর নির্মাণ করে সকাল ও রাতে ৪/৫টি মোটরসাইকেল নিয়ে ভাড়াটে সন্ত্রাসীরা সেখানে মহড়া দেয়।

ভুক্তভোগী ভূপতি বৈদ্য বলেন আমি চাকুরী করার সুবাদে ফরিদপুর বসবাস করি আবার গ্রামের বাড়ী গড়িয়াদহ গ্রামে বসবাস করি। আমি বিবাদীর ভয়ে বাড়ীতে না থাকার সুবাদে আমার পৈতৃক সূত্রে পাওয়া ও সাব কবলা দলিল মূলে সম্পত্তি জোর করে দখল করে নিয়েছে জুয়েল রানা। এই দাগে ওর কোন জমি নাই। জোর করে দখল করে আছে। এ ছাড়া তিনি এলাকায় প্রভাব খাটিয়ে মানুষের ওপর অন্যায়-অত্যাচার করে। এলাকার মূর্তিমান আতঙ্ক হওয়া আমরা সব সময় ভয়ে থাকি, কখন যেন তার লোকজন হামলা করে বসে। সন্ত্রাসীরা আমাকে সব সময় নজরদারিতে রাখায় ভয়ে থানায়ও যেতে পারি না। এরপরও বিষয়টি জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যালেন চেয়ারম্যান আঃ রউফ মোল্যা বলেন, জুয়েল রানা ভূপতি বৈদ্য’র পৈতৃক সম্পত্তি জোর করে দখল করে ঘর তুলেছে বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে আমি ভুক্তভোগীকে প্রশাসনের সহায়তা নেয়ার পরামর্শ দিয়েছি। তবে বিষয়টি জানতে অভিযুক্ত জুয়েল রানা’র ফোনে একাধিকবার কল করলেও ফোনে কোন কথা সঠিকভাবে বলেননি। তবে বাদী সঠিক বিচারের আশায় ও জমি বুঝে পাবার আশায় মধুখালী থানায় দুটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।


এ ক্যটাগরির আরো খবর..