13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

২০১৯ সালে হওয়া হিন্দু নির্যাতনের রিপোর্ট পেশ হিন্দু মহাজোটের

Brinda Chowdhury
January 2, 2020 11:48 am
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ ২০১৯ সালের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হওয়া সকল ঘটনা সমূহের রিপোর্ট পেশ করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকা রিপোটার্স ইউনিটি “নসরুল হামিদ মিলনায়তনে” সংবাদ সম্মেলনের মাধ্যমে রিপোট পেশ করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ২০১৯ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, হামলা, লুঠপাঠ, অগ্নি সংযোগ, মঠ মন্দির প্রতিমা ভাংচুর, খুন, জমি দখল, দেশ ত্যাগে বাধ্য করণ ঘটনা সমূহের রিপোর্ট পেশ এবং সরস্বতী পুজার দিনে সিটি কর্পোরেশন নির্বাচন এর ঘোষনা দেওয়ার প্রতিবাদে ঢাকা রিপোটার্স ইউনিটি “নসরুল হামিদ মিলনায়তনে” (গোল টেবিল কনফারেন্স হল) এক সংবাদ সম্মেলন করেছে।

লিখিত বক্তব্য পাঠ করেছেন অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক, মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, সাথে ছিলেন হিন্দু মহাজোটের সিনিয়র সহ সভাপতি প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, যুগ্ম মহাসচিব মনিশঙ্কর মন্ডল, আইন সম্পাদক সুব্রত হালদার, সাংস্কৃতিক সম্পাদক অমিও বাউল, মহিলা মহাজোটের সাধারণ সম্পাদক সাগরিকা মন্ডল, উত্তরবঙ্গ সমন্বয়ক দুলাল কর্মকার, ঢাকা মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ, ঢাকা উত্তরের সভাপতি প্রবীর হালদার, সাধারণ সম্পাদক শুকদেব মন্ডল, সাংগঠনিক সম্পাদক নিপুন পাল, হিন্দু যুব মহাজোট এর সভাপতি কিশোর কুমার বর্মন, সহ সভাপতি সুমন হালদার, মৃনাল কান্তি মধু, ছাত্র মহাজেটের সভাপতি সাজেন কৃষ্ণ বল, দপ্তর সম্পাদক তপু কুন্ডু, ডাঃ মনোরঞ্জন হালদার প্রমূখ।

হিন্দু মহাজোট

এ সম্মেলনে জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এড. গোবিন্দ চন্দ্র প্রামানিক বলেন,  ২০১৯ সালে বাংলাদেশ হত্যা ১০৮, হত্যার হুমকী ১১১জনকে, হত্যা করার চেষ্টা ৮৮ জন মানুষকে, দেশ ত্যাগের হুমকি ৬৪১ জঙ্কে, নিরাপত্তাহীন ২২৬১ টি পরিবার। জখম বা আহত করেছে প্রায় ৫০০, এছাড়া নিখোঁজ ২৮ জনের ও বেশি চাঁদাবাজি হয়েছে ১৫ লক্ষ ২৮ হাজার টাকা। ক্ষয় ক্ষতি ৪৩৩ কোটি ৫৬ লক্ষ ৯৫ হাজার টাকা। এছাড়াও সম্পত্তি দখল হয়েছে ৯৫০৭ একর ২২ শতাংশ , উচ্ছেদ তৎপরতা ৬৯০ টি পরিবার যার ৬৬ একর। ধর্মান্তর করেছে ১৫০ জনকে, মিথ্যা মামলায় আটক করেছেন ১০৯ জনকে। বসত বাড়ি উচ্ছেদ ৪৫০টি পরিবার।

সাংবাদিকরা প্রশ্ন করেন সরস্বতী পুজা নিয়ে আপনার কি বক্তব্য? উত্তরে তিনি বলেন, নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করর্পোরেশন নির্বাচন। সেই দিন সরস্বতীপূজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতী পুজার কথা বাংলাদেশের কে না জানে।  হিন্দুদের সব থেকে বড় পুজা ও উৎসব দুর্গা পুজায় বুয়েট, মেডিকেল পরীক্ষা রাখলেন সেই সাথে রংপুর নির্বাচন। আর এবার সরস্বতী পুজার সময় ঢাকার দুই সিটি করর্পোরেশন নির্বাচন এটাই কি ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ?

রাষ্ট্রে ক্ষমতাধর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণীর সাথে সামঞ্জস্য রেখে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় মহা উৎসব সরস্বতী পূজার দিনে নির্বাচন কিংবা পরীক্ষার মত গুরুত্বপূর্ণ কোন অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকবেন এই প্রত্যাশা সাধারণ জনগনের।

http://www.anandalokfoundation.com/