× Banner
সর্বশেষ
আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া

স্যামসাং বিগ উইন অফার! হ্যান্ডসেটে নতুন মূল্য ঘোষণাসহ স্যামসাং মোবাইল বাংলাদেশ দিচ্ছে নগদ মূল্য ছাড় আরও একটি সেডান কার এবং ৩২” এলইডি টিভি জিতে নেওয়ার সুযোগ

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ মার্চ, ২০১৬

১০ মার্চ, ২০১৬, ঢাকা-স্যামসাং মোবাইল বাংলাদেশ-এর বিভিন্ন স্মার্টফোনে নিয়ে এলো বিগ উইন অফার। গ্রাহকরা এখন নতুন মূল্যে তাদের পছন্দের স্যমসাং গ্যালাক্সি হ্যান্ডসেট কিনলেই পাচ্ছেন আরও একটি সেডান কার এবং প্রতিদিন ৩২” স্যামসাং এলইডি টিভি জিতে নেওয়ার সুযোগ। গ্রাহকরা গ্যালাক্সি গ্রান্ড প্রাইম, গ্যালাক্সি জে১ এইস, গ্যালাক্সি জে২, জে৫ অথবা গ্যালাক্সি জে৭ মডেল থেকে পছন্দের হ্যান্ডসেট কিনে এ অফার উপভোগ করতে পারবেন।
গ্রাহকরা এখন থেকে স্যামসাং গ্যালাক্সি জে৭ হ্যান্ডসেটটি ১৯,৯৯০ টাকা (পূর্ব মূল্য ২১,৯৯০ টাকা), গ্যালাক্সি জে৫ ১৬,৯০০ টাকা (পূর্ব মূল্য ১৮,৯৯০ টাকা), গ্যালাক্সি জে২ ১১,৪৯০ টাকা (পূর্ব মূল্য ১২,৯৯০ টাকা) গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম ১৩,৪৯০ টাকা (পূর্ব মূল্য ১৪,৯০০ টাকা) এবং গ্যালাক্সি জে১ এইস হ্যান্ডসেটটি ৮,৯৯০ টাকায় (পূর্ব মূল্য ৯,৪৯০ টাকা) কিনতে পারবেন।
এই নতুন মূল্য ছাড়াও এই হ্যান্ডসেটগুলোতে থাকছে সর্বনি ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত মূল্য ছাড়। এছাড়াও সৌভাগ্যবান গ্রাহকরা পাচ্ছেন প্রতিদিন ৩২” স্যামসাং এলইডি টিভি জিতে নেওয়ার সুযোগ। বর্ধিত এই ক্যাম্পেইন শেষে গ্রাহকদের জন্য মেগা প্রাইজ হিসেবে থাকছে আরও একটি সেডান কার।
স্টক থাকা পর্যন্ত পুরো মার্চ মাস জুড়ে এই অফার চলবে। দেশব্যাপি স্যামসাং-এর সকল অনুমোদিত স্টোরে গ্রাহকরা এই অফার উপভোগ করতে পারবেন।
এই অফার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- www.samsung-bd.com/winacar


এ ক্যটাগরির আরো খবর..