× Banner
সর্বশেষ
বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

স্যামসাং নিয়ে এলো “স্মার্ট হোম অফার”

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ স্যামসাং বাংলাদেশ লিমিটেড দিচ্ছে টিভিতে সর্বোচ্চ ১৫ হাজার টাকা নগদ মূল্য ছাড় এবং ফ্রি স্যামসাং গ্যালাক্সি জে১ এইস ও গ্যালাক্সি জে ২ হ্যান্ডসেট ।

বিশ্বের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিক্স স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ, বিশ্বের শীর্ষ বিক্রিত টিভি ব্র্যান্ডকে তার গ্রাহকদের জন্য আরও সহজলভ্য করতে নিয়ে এসেছে একটি নতুন অফার।

“স্মার্ট হোম” ক্যাম্পেইনটি স্যামসাংয়ের ১৫ টি মডেলের টিভিতে গ্রাহকদের দিচ্ছে সর্বনিন্ম ২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড়।

এ ছাড়াও গ্রাহকরা পাচ্ছেন স্যামসাং ৪০এইচ৫১০০, ৪০এইচ৫৫০০, ৩২জে৬৩০০ ও ৪০জে৬৩০০ মডেলের টিভিতে স্যামসাং গ্যালাক্সি জে১ এইস হ্যান্ডসেট এবং স্যামসাং ৪০এইচ৬৪০০ ও ৪৮এইচ৬৪০০ মডেলের টিভিতে স্যামসাং গ্যালাক্সি জে২ হ্যান্ডসেট।

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের এই অফারটি ২০১৬ সালের ১০ই ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। গ্রাহকরা এই সময়ের মধ্যে অফারটি উপভোগ করতে পারবেন।

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ এর হেড অব কনজ্যুমার ইলেকট্রনিক্স ফিরোজ মোহাম্মদ এ নতুন অফার সম্পর্কে বলেন, “আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য ‘স্মার্ট হোম’ অফারটি ঘোষণা করতে পেরে খুবই আনন্দিত। গ্রাহকদেরকে বিশ্বের সর্বাধিক বিক্রিত টিভি ব্র্যান্ড স্যামসাংয়ের নতুন টেলিভিশন ব্যবহারের সুযোগ করে দিতে আমরা স্যামসাংয়ের বিভিন্ন মডেলের টিভিতে দিচ্ছি নগদ মূল্যছাড় ও ফ্রি গ্যালাক্সি হ্যান্ডসেট।”

আগ্রহী ক্রেতাগণ বিস্তারিত জানার জন্য ০৯৬১২-৩০০-৩০০ নম্বরে ফোন করতে পারবেন। স্যামসাং টিভি ও রেফ্রিজারেটরের অনুমোদিত ড্রিস্টিবিউটর হচ্ছে ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, সিঙ্গার ও র‌্যাংগস। গ্রাহকদেরকে এসব অনুমোদিত ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে অরিজিনাল স্যামসাং পণ্য দেখে ক্রয় করার জন্য অনুরোধ জানানো হচ্ছে ।


এ ক্যটাগরির আরো খবর..