13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্বয়ংক্রিয় চেয়ার তৈরি করেছে নিসান

admin
October 1, 2016 11:35 am
Link Copied!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: স্বয়ংক্রিয় চেয়ার যে হতে পারে সেটা কি কখনো ভেবেছেন?

জাপানি অটোমোবাইল প্রতিষ্ঠান নিসান তৈরি করেছে স্বয়ংক্রিয় চেয়ার। অর্থাৎ আপনাকে এখন থেকে আর চেয়ার গুছিয়ে রাখতে হবে না। চেয়ারগুলো নিজেরাই নিজেদের জায়গা করে নিতে পারবে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ ও গিক।

নিসানের তৈরি এসব চেয়ারের নাম রাখা হয়েছে ‘প্রো পাইলট’। চেয়ারগুলো চাইলে ভাঁজ করে একটি বাক্সের মধ্যেই ভরে ফেলা যাবে। ফলে এগুলো চাইলে যে কেউ নিজের সঙ্গে বহন করতে পারবেন। স্বয়ংক্রিয় এসব চেয়ারে রয়েছে চাকা, মটর, সেন্সর যার মাধ্যমে চেয়ারগুলো নিজেরাই চলতে পারবে।

কিন্তু নিসানের মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কেন স্বয়ংক্রিয় চেয়ার বানাচ্ছে? আদতে গুরুত্বপূর্ণ মনে না হলেও চেয়ারগুলো কিন্তু বেশ কাজের। কারণ জাপানের যে বিপুল জনসংখ্যা তাতে কাজের জায়গা বা ট্রেনে চেয়ারগুলো সাজিয়ে না রাখলে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে জায়গাও নষ্ট হয় প্রচুর। চেয়ারগুলো নিজেরাই নিজেদের মতো জায়গা করে নিতে পারে বলে এ সমস্যার সুন্দর একটি সমাধান করা সম্ভব।

এ ছাড়া জাপানের রাজধানী টোকিওর বিভিন্ন রেস্টুরেন্টে অনেক সময় জায়গা না পেয়ে ক্রেতাদের দাঁড়িয়ে থাকতে হয়। এ ক্ষেত্রে চেয়ারগুলো তাদের এই দাঁড়িয়ে থাকার কষ্ট লাঘব করবে। আবার লোক কমে গেলে চেয়ারগুলো তাদের জায়গা মতোই চলে যাবে। আবার কারো বসার প্রয়োজন পড়লে চেয়ারগুলো আগের জায়গায় ফিরে আসবে নিজে থেকেই।

http://www.anandalokfoundation.com/