13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতার গল্প

Ovi Pandey
February 21, 2020 10:47 am
Link Copied!

স্বাধীনতার গল্প

অভিজিৎ পান্ডে

একাত্তরের কোন এক দিন, দিনটা ছিল বেশ

বলেছিল মা এবার নাকি স্বাধীন হবে দেশ।

বললাম আমি ভাষার জন্য দিয়েছি যখন রক্ত,

স্বাধীনতা তো আনবোই আমরা পন করেছি শক্ত।

 

অত্যাচারীরা শাস্তি পাবেই হবেনা আর খুব দেরি,

বাধা দিওনা মাগো তুমি ঐতো ডাকছে প্রভাত ফেরি।

নতুন ভোর আসবেই এবার সইতে হবেনা কষ্ট,

করতে স্বাধীন দেশ আমাদের এক মুজিবই যথেষ্ট।

 

মুক্তি যুদ্ধের ডাক এসেছে কেমনে ঘরে থাকবো বলো,

রক্তে আগুন জ্বলছে আমার তোমরা সবাই থেকো ভালো।

এই বোন তুই কাঁদছিস কেন আমি হারিয়ে যাচ্ছি নাতো,

স্বাধীনের পর ধুমধাম করে হাসি মুখে তোর বিয়ে দেবো।

কান্না দেখে বললাম বাবু কাঁদছো কেন আমায় বলো?

আধো ভাষায় উঠলো বলে পাপা তুমি বালি তলো।

 

তিরিশ লক্ষ শহীদ হল দুই লাখ হল ধর্ষিতা,

রাজাকারেরা দালালী করলো হলো বাঙালীর ব্যর্থতা।

পেলাম মুজিব পেলাম দেশ লাগাতে হল কাঠের পা,

১৬ ই ডিসেম্বর বিজয় পেলাম পেলাম দেশের স্বাধীনতা।

http://www.anandalokfoundation.com/