× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

আঞ্চলিক প্রতিনিধি

স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুনীর অনশন

অনলাইন ডেক্স
হালনাগাদ: সোমবার, ১৬ জুন, ২০২৫
তরুনীর অনশন

বরিশালের গৌরনদীতে স্ত্রীর স্বীকৃতির দাবীতে সৌদি প্রবাসী যুবকের বাড়িতে অনশন শুরু করেছে এক তরুনী। এঘটনার পর থেকেই এলাকা থেকে পালিয়েছে ওই প্রবাসী। ঘটনাটি উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওই গ্রামের মৃত সেকেন্দার আকনের মেয়ে সাবিনা আক্তার বৃষ্টি (২০) জানান, ২০২১ সাল থেকে একই গ্রামের রহিম হাওলাদারের ছেলে জলিল হাওলাদারের সাথে তার প্রেমের সম্পর্ক চলছে। ২০২৩ সালে কর্মের সুবাদে সৌদি আরবে পাড়ি জমায় জলিল। একই বছরের ১২ জানুয়ারী উজিরপুরের বরাকোঠা কাজী অফিসে মোবাইল ফোনে তাকে (সাবিনা) ৫ লাখ টাকা কাবিননামা ধার্য করে বিয়ে করে জলিল। এরপর স্বামী-স্ত্রীর মতই জলিলের সঙ্গে মোবাইলে কথপকথন হতো।

অতি সম্প্রীতি সৌদি থেকে দেশে এসে অন্যত্র বিয়ের উদ্যোগ নেয় জলিল। বিষয়টি জানতে পেরে সোমবার সকাল থেকে প্রবাসী জলিলের স্ত্রীর স্বীকৃতি পেতে অনশন শুরু করা হয়। এরপর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে সে (জলিল)। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই প্রবাসীর বাড়িতে অবস্থান করছেন তরুনী।

অভিযোগে বিষয়ে জানতে অভিযুক্ত জলিলের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি। গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে এলাকার শান্তি শৃংখলা রক্ষার্থে উভয়পক্ষকে স্থানীয় ভাবে বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..