13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বলয়গ্রাস সূর্যগ্রহণ নিয়ে হতাশ মোদি

admin
December 26, 2019 4:07 pm
Link Copied!

দেশ বিদেশে অনেকের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখতে এসে হতাশ হয়েছেন  তীব্র কুয়াশা ও আকাশের ঘন মেঘের কারণে। অনেকেই সরাসরি দেখতে পারেননি সূর্যগ্রহণ। তাদের মধ্যেই একজন মোদি । নিজের দুঃখ প্রকাশ করে লেখেন, অনেক ভারতীয়র মতই আমিও সূর্যগ্রহণ দেখতে খুব উৎসুক ছিলাম। কিন্তু দুর্ভাগ্য, দেখা হলো না।

মোদি ছবিসহ শেয়ার দেয়া তার টুইটে আরো লেখেন, মেঘের কারণে সূর্য দেখা যাচ্ছে না, কিন্তু আমি ‘খোজিকোড’র লাইভ থেকে এক নজর সূর্যগ্রহণ দেখার সুযোগ পেয়েছি। সেই সঙ্গে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এ বিষয়ে নিজের জ্ঞান বাড়িয়ে নিয়েছি।

১৭২ বছরের দীর্ঘ সময় পর আজ হয়ে গেলো বলয়গ্রাস সূর্যগ্রহণ।  সর্বোচ্চ সূর্যগ্রহণ সকাল ১০টা ২৮ মিনিটে হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞানীরা।

উল্লেখ্য, গ্রহন স্পর্শ (আরম্ভ)  বাংলাদেশ সময় সকাল ৮.৩০, গ্রহন মধ্য দিবা ১১.১৮ মিনিট গ্রহন সমাপ্তি বেলা ২.০৫ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হয়।। বলয় গ্রাস আরম্ভ সকাল ৯. ৩৬ মিনিট, বলয় গ্রাস সমপ্তি ১২.৪৯ মিনিট। গ্রাসমান ০.৯৪৫।

http://www.anandalokfoundation.com/