13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সু চির দল ভেঙে দেয়ার ঘোষণা জান্তার

ডেস্ক
March 30, 2023 8:46 am
Link Copied!

মিয়ানমারে জান্তা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছে। সামরিক সরকারের খসড়াকৃত কঠোর নির্বাচনী আইনে নতুন করে দলটির নিবন্ধিত হওয়ার ব্যর্থতার জেরে এ ঘোষণা দেয়া হয়।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।

সু চির দল এনএলডি ২০২০ সালের নির্বাচনে জিতে সরকার গঠন করেছিল। সামরিক বাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে রক্তপাতহীন অভ্যূন্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সু টিকে গৃহবন্দী করে রাখে। এ অভ্যুত্থানকে ন্যায্যতা দিতে তারা ২০২০ সালের  নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে বলে দাবি করে।

নতুন করে নির্বাচনী আয়োজনকে সামনে রেখে জানুয়ারিতে জান্তা সরকার রাজনৈতিক দলগুলোকে কঠোর নির্বাচনী আইনের আওতায় পুনরায় নিবন্ধিত হতে দু’মাস সময় বেঁধে দেয়। নতুন আইনে বিদ্যমান ৯০টি দলের মধ্যে কেবলমাত্র ৫০টি পুনরায় নিবন্ধনের আবেদন করে। বাকী দলগুলোকে বুধবার থেকে ভেঙে দেয়া হয়। রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র ‘এমআরটিভি’ এ কথা জানিয়েছে।

এদিকে জান্তার বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনীর সমর্থিত ইউনিয়ন সলিডিটারি এন্ড ডেভেলপমেন্ট পার্টি পুনরায় নিবন্ধিত হওয়ার আবেদন করেছে। সু চি ১৯৮৮ সালে এনএলডি সহপ্রতিষ্ঠা করেন। তার দল ১৯৯০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। কিন্তু তৎকালীন জান্তা সরকার তা বাতিল করে। তবুও গণতন্ত্রের আকাক্ষাকে জিইয়ে রেখে ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনে দলটি বিজয় ছিনিয়ে আনে।

এদিকে ২০২১ সালের সেনা অভ্যুত্থানের প্রথম কয়েক ঘন্টার মধ্যেই সুচিকে আটক করা হয়। বিভিন্ন মামলায় রুদ্ধদ্বার আদালতে তার বিচার শেষে ৭৭ বছর বয়সী সুচিকে এ পর্যন্ত ৩৩ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত তিন হাজার একশ’রও বেশি লোক নিহত এবং ২০ হাজারেরও বেশি লোককে আটক করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/