× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের ৫৪ আইনজীবী হলেন সিনিয়র অ্যাডভোকেট

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
ভাস্কর্য রক্ষায় হাইকোর্ট

৫৪ জন আইনজীবীকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত (এনরোলমেন্ট) করা হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির প্রত্যেক সদস্যের মতামতের ভিত্তিতে তাদেরকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়া ২৯১ জনকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এসএম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত এনরোলমেন্ট কমিটির গত ৩ সেপ্টেম্বর ও ৯ সেপ্টেম্বর সভায় প্রত্যেক সদস্যের মতামতের ভিত্তিতে নিম্ন লিখিত আইনজীবীদেরকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) সিদ্ধান্ত গৃহীত হয়।

তারা হলেন- মো. সাইদুর রহমান, শহীদুল ইসলাম, সৈয়দ এবি মাহমুদুল হক, আবু তারিক, সিকদার মকবুল হক, একেএম মজিবুর রহমান, মো. হারুনার রশিদ, মকবুল আহমেদ, মো. শহীদুল করিম সিদ্দিক, মো. হেফজুল বারি, এবিএম বায়েজিদ, শাহ মো. খসরুজ্জামান, মো. খালেদ আহমেদ, মো. খলিলুর রহমান, অমলেন্দু বিকাশ রায় চৌধুরী, গরিবে নেওয়াজ মুহাম্মদ, মো. মোশাররফ হোসেন মজুমদার, আবুল কাশেম এম ফজলুল হক খান, আব্দুল্লাহ আল মামুন, মো. ইসরাফিল হোসেন, মো. ফারুক (এম ফারুক), মো. হেলাল উদ্দিন মোল্লা, সৈয়দ মফিজুর রহমান, বিভাস চন্দ্র বিশ্বাস, মো. মফিজুর রহমান মজুমদার, মো. ফারুক আহমেদ, এএইচএম মুসফিকুর রহমান, আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ হোসাইন, বশির আহমেদ, নিতায় রায় চৌধুরী, এমএ কাইয়ুম চৌধুরী, মো. তৌফিক ইনাম, শাহ মোহাম্মদ জহিরুল হক, স্বাসতী সরকার, মোহাম্মদ আব্দুল হান্নান, মো. গোলাম মোস্তফা, সুব্রত শাহ, মো.জাকির হোসেন, মো. শামসুল হক, এম. মাকসুদুল ইসলাম, শেখ মো. সিরাজুল ইসলাম, মো. আব্দুল হক, মো. ফজলুর রহমান, মো. আব্দুল হাই, এজেডএম ফরিদুজ্জামান, একেএম জগলুল হায়দার আফ্রিক, নাহিদ ইয়াসমিন, মো. জাহাঙ্গীর কবীর, একেএম বদরুজ্জামান, ড. শরীফ মোহাম্মদ নুর উল্লাহ ভূইয়া, কেএস সালাহ উদ্দিন আহমেদ, শেখ মো. জাকির হোসেন ও মো. আসিফ হাসান।


এ ক্যটাগরির আরো খবর..