× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

মাহমুদ খান, সিলেট

সিলেটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত, ২৬ জনের রক্তদান

অনলাইন ডেক্স
হালনাগাদ: শনিবার, ২২ মার্চ, ২০২৫
স্বেচ্ছায় রক্তদান

পবিত্র রমজানে সিলেটে রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছাসেবী সংগঠন সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে সিলেটের মুজিব জাহান রেড ক্রিসেন্টে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত রক্তদান কর্মসূচিতে ২৬ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন।
রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন— বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মো. আমিনুল ইসলাম, ইউনিট লেভেল কর্মকর্তা মিজানুর রহমান জীবন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. তাওহীদ চৌধুরী, প্রোগ্রাম অর্গানাইজার কমল পদ পাল, সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের ফাউন্ডার এডমিন মুহিবুর রহমান সোয়েব, রবিউল ইসলাম রবি, সদস্য এমদাদুর রহমান, আনোয়ার হোসেন, তায়েফ বিন শাহনুর, এম এ কাওসার, জাকারিয়া হোসেন প্রমুখ।
সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের ফাউন্ডার এডমিন মুহিবুর রহমান সোয়েব বলেন, সিলেটের বিভিন্ন হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, থ্যালাসেমিয়া, ক্যান্সার, স্ট্রোক ও এক্সিডেন্টের রোগীদের নিয়মিত রক্তের প্রয়োজন হয়। এই প্রয়োজন এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়। রক্তদান কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন জীবন বাঁচানো সম্ভব, অন্যদিকে সমাজে স্বেচ্ছায় রক্তদানের প্রতি উৎসাহ সৃষ্টি হয়। ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..