× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

দেবব্রত রায় দিপন

সিলেটে শিল্পপতি রাগিব আলীর বাংলোতে সংঘর্ষে আহত ২, আটক ৫

অনলাইন ডেক্স
হালনাগাদ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
রাগিব আলীর বাংলোতে

দেশের বিশিষ্ট শিল্পপতি ও দানবির রাগিব আলীর মালনীছড়া চা বাগানের বাংলোতে দুই পক্ষের সংঘর্ষে ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে।

আজ বুধবার (৩০ জুলাই) আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৯ জুলাই) সকালে। জানাগেছে, রাগিব আলীর কন্যা সন্তান যুক্তরাজ্য প্রবাসী রোজিনা কাদির নিয়ন্ত্রণ প্রতিষ্টান জন্য বাবা রাগিব আলীর সাথে সাক্ষাত করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় সময় রাগিব আলীর পুত্রবধূ বাগানের বাংলোতে অনুপস্থিত ছিলেন।

প্রাপ্ত তথ্যে জানা যায়. মেয়ে রোজিনা কাদির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগে রাগিব আলীর পুত্রবধূর অনুপস্থিতিতে ঘটনার দিন বেলা ১১ টার দিকে পিতা শিল্পপতি রাগিব আলীর সাথে চা বাগানের বাংলোতে দেখা করতে যান। কিন্তু বাংলোতে প্রবেশকালে সোনিয়া কাদির বাধার সম্মুখীন হন। খবর পেয়ে  রাগীব আলীর পালিত পুত্র দেওয়ান শাকিব আহম্মেদ কৌশলে বাগানের অন্যান্য শ্রমিকদের এ সময় বাংলোয় জড়ো করে রাখেন।

এদিকে সোনিয়া কাদির বাংলাতে প্রবেশকালে শ্রমিকদের বাধার মুখে পড়ার ঘটনায় তার সাথে থাকা লোকজন ও বাগান শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বাগানশ্রমিকরা ‘ডাকাত’ ‘ডাকাত’ শোরগোল দিয়ে তাদের উপর ঝাপিয়ে পড়ে। এ ঘটনায় সোনিয়া কাদিরের সাথে থাকা দুইজন গুরুতর আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসে বিমানবন্দর থানা পুলিশ। তাদের মাধ্যমে রোজিনা কাদির রাগিব আলীর সাথে সাক্ষাতকালে পিতার কাছে থাকার অনুমতি চাইলে তিনি তাতে অসম্মতি প্রকাশ করেন। পরে রাগিব আলীর নির্দেশক্রমে মেয়েকে নিরাপদে পাঠিয়ে দেওয়া হয়।

দায়িত্ব পালনরত এক বাগান শ্রমিক নাম না প্রকাশের শর্তে রাগীব আলীর পালিত পুত্র দেওয়ান শাকিব আহম্মেদ এর বরাত দিয়ে বলে, রাগীব আলীর পুত্রবধূ সিলেটে নেই, সেই সুযোগ কাজে লাগাতে রাগীব আলীর মেয়ে এখানে আসেন। তিনি জোর করে সম্পত্তি লিখে নিতে পারেন সেই ধারণাতেই শ্রমিকরা সেখানে জড়ো হন। পরে পুলিশ এসে ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

শ্রমিকরা জানান,সাক্ষাতকালে সোনিয়া কাদিরের সাথে বেশ কয়েকজন বহিরাগত লোক ছিলেন। তাদের মধ্যে ২ জন বাগান শ্রমিকদের হামলায় আহত হয়েছে।

এদিকে ঘটনার সবিস্তার জানার জন্য মেয়ে রোজিনা কাদিরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভবপর হয় নি।

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান ‘প্রথম সিলেট. কমকে’ জানান, শোনা গেছে আধিপত্য বিস্তার করতে গিয়ে মেয়ে রোজিনা কাদির বাগানের বাংলোতে বহিরাগত লোক নিয়ে প্রবেশ করতে গিয়েছিল। এ সময় ক্ষুব্ধ বাগান শ্রমিকরা তাদের গণধোলাই দিয়ে ২ জনতে আহত করে। এ সময় বহিরাগতদের মধ্যে আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা থানায় নিয়ে আসা হয়। আজ বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান।

তিনি আরও জানান, মেয়ের সাথে আসার লোকজন সবাই কিশোরগঞ্জ এলাকার লোক।


এ ক্যটাগরির আরো খবর..