এর আগে সাকা চৌধুরীর সঙ্গে দেখা করতে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে কারা কর্তৃপক্ষ তা মঞ্জুর করেন।
কেন্দ্রীয় কারাগারের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সাকা চৌধুরীর পরিবারের পক্ষ থেকে ১৫ জন দেখা করার সুযোগ চেয়ে একটি আবেদন করা করা। তবে শেষ পর্যন্ত কতজনকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে ওই সূত্রটি তা জানাতে পারেনি।
মুক্তিযুদ্ধের সময় অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহকে হত্যাসহ চার হত্যা-গণহত্যার দায়ে গতকাল বুধবার সাকা চৌধুরীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে সাকা চৌধুরীর আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।