13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ষাটোর্ধদের বুস্টার ডোজ দেয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
November 30, 2021 6:31 pm
Link Copied!

“দেশের ষাটোর্ধ বয়স্ক ব্যক্তি ও যাঁদের কো-মর্বিডিটি আছে তাঁদেরকে বুস্টার ডোজ দেয়া হবে। বুস্টার ডোজের কার্যক্রম শুরুর জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে ইতোমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে।” বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি।

আজ দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্বব্যাপি আলোচিত দক্ষিণ আফ্রিকান নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় করণীয় নির্ধারণে একটি আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

এ প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, আমেরিকা, ইউরোপ, থাইল্যান্ডসহ অনেক দেশই বুস্টার ডোজ দিয়েছে। আমাদের দেশের ষাটোর্ধ ও কো-মর্বিডিটি যাঁদের আছে সেসব ব্যক্তিদের বুস্টার ডোজ দিলে করোনায় মৃত্যুহার আরো অনেকটাই কমে আসবে।

আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বেলা আড়াইটায় স্বাস্থ্যমন্ত্রী একটি প্রেসব্রিফিং-এ অংশ নেন। দেশে ওমিক্রন চলে এলে তা মোকাবেলা করতে সরকার কীরকম প্রস্তুতি নিয়েছে সে প্রসঙ্গ তুলে ধরে ব্রিফ করেন মন্ত্রী। আফ্রিকার ৭টি দেশ থেকে আগত যাত্রীদের কঠোর প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইনে রাখা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশে প্রথম করোনা চলে আসার ঘটনা আমাদের সকলেরই জানা আছে। ইটালি থেকে আগত যাত্রীদের মাধ্যমে দেশে যেভাবে করোনা চলে এসেছিল, এবার আর সেই ঝুঁকিতে যাওয়া যাবে না। এজন্য আফ্রিকা অঞ্চলের আক্রান্ত দেশগুলি থেকে যাঁরাই দেশে আসবে তাঁদেরকে দেশের সেনা সদস্যদের সহায়তায়। বাধ্যতামূলক ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইনে থাকতে হবে। আক্রান্ত অন্যান্য দেশের ক্ষেত্রে সেই দেশে কীরকম আক্রান্ত হয়েছে তা দেখে একই রকম ব্যবস্থা নেয়া হবে।”

ব্রিফিংকালে দেশের সব মানুষকেই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে শীঘ্রই ঘড় াধপপরহব, ঘড় ঝবৎারপব-স্লেøাগাণ বাস্তবায়ন করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, “বর্তমানে দেশের অন্তত ১০ কোটি মানুষকে ১ম ও ২য় ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। অন্যান্য মানুষদেরও ভ্যাকসিন দেয়া হবে। কারণ সরকারের হাতে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। তবে, ভ্যাকসিন গ্রহণে অনেকেরই আগ্রহ কম থাকায় এখন থেকে নতুন একটি স্লোগান তৈরি করা হয়েছে- ঘড় াধপপরহব, ঘড় ঝবৎারপব-অর্থাৎ ভ্যাকসিন সনদ ছাড়া কোথাও কোন ধরণের সার্ভিস পাওয়া যাবে না। দেশের স্বাস্থ্যখাত বিষয়টি যথাযথভাবে পালনের জন্য শীঘ্রই জেলা পর্যায় থেকে দেশের সর্বোত্র একটি চিঠি প্রেরণ করবে।

সভায় স্বাস্থ্যমন্ত্রী জেলা পর্যায় থেকে সর্বোত্র সব ধরণের সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সকল কার্যক্রম পালনে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন।

আন্তঃমন্ত্রণালয় সভায় সভা সঞ্চালনা করেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, পররাষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, এনএসআই-এর মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট এবং সিনিয়র শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআর-এর পরিচালক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতিসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

http://www.anandalokfoundation.com/