সাতক্ষীরার বরষা এনজিওতে জমাকৃত টাকা দীর্ঘদিন ফেরত না পাওয়ায় ফেরতের দাবীতে অসহায় দরিদ্র নারী পুরুষের মানববন্ধন অনুষ্ঠিত।
বৃহস্পতিবার বেলা সাড়ে বারটায় শ্যামনগর প্রেসক্লাবের সামনে টাকা ফেরতের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত।
উপজেলার গোপালপুর ব্রাঞ্চের আওতাধীন অসহায় দরিদ্র নারী পুরুষের নিকট থেকে কর্মীবৃন্দ টাকা গ্রহণ করে।
মানববন্ধনকালে ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন ছকিনা বেগম,আয়েশা খাতুন, মর্জিনা খাতুন, আছিয়া বেগম, ছফুরা বেগম, আনিছুর রহমান প্রমুখ। বক্তারা বলেন লক্ষ লক্ষ টাকা রেখে ছিলাম বরষা এনজিওতে কিন্তু বর্ষার মালিক আনিছুজ্জামান আনিস মারা যাওয়ার পর আজও টাকা ফেরত পায়নি।