বিশেষ প্রতিবেদকঃ বান্দরবান বোমাং রাজপরিবার এখনো ধরে রেখেছে রাজকীয় ঐতিহ্য। এখনো প্রজারা রাজাবাহাদুরকে মাথা ঝুঁকিয়ে প্রণাম করে।
প্রতিবছর প্রজাদের কাছ থেকে জুমের বার্ষিক খাজনা আদায়ের জন্য আয়োজন করা হয় শত বছরের ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ (পইংজ্রা) উৎসব।
বুধবার দুপুরে স্থানীয় পুরাতন রাজবাড়ি মাঠে ১৩৯তম রাজপুণ্যাহ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ঐতিহ্যবাহী রাজকীয় পোশাক পরিধান করে রাজবাড়ি থেকে রাজকীয় বাঁশির সুরে অনুষ্ঠানস্থলে নেমে আসেন বান্দরবান বোমাং সার্কেল চিফ ১৭তম রাজা প্রকৌশলী উচপ্রু চৌধুরী। এ সময় তার সৈন্য-সামন্ত, উজির-নাজির, সিপাহি-শালাররা রাজাবাহাদুরকে গার্ড দিয়ে মঞ্চস্থলে নিয়ে যান। বোমাং রাজা সিংহাসনে উপবিষ্ট হলে সারিবদ্ধভাবে বান্দরবান জেলার সাতটি উপজেলার ৯৫টি মৌজা এবং রাঙ্গামাটি জেলার কাপ্তাই ও রাজস্থলী দুটি উপজেলার ১৪টি মৌজাসহ মোট ১০৯টি মৌজার হেডম্যান, আট শতাধিক কার্বারি, রোয়াজারা রাজাকে কুর্ণিশ করে জুমের বার্ষিক খাজনা ও উপঢৌকন তাঁর হাতে তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ সময় অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এমপি, সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার শাখাওয়াত হোসেন, সেনাবাহিনীর ৬৯ রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পুলিশ সুপার সনজীব কুমার রায়, রাজপুত্র চহ্লা প্রু জিমি বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অর্থনৈতিকভাবে পার্বত্য চট্টগ্রাম এগিয়ে যাচ্ছে। পর্যটনশিল্পের বিকাশে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি। সরকার পার্বত্যবাসীর উন্নয়নে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। সরকার ও প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহাড়ের মানুষের সুখশান্তি রক্ষায় কাজ করছে নিরলসভাবে। সেদিন দূরে নয়, পার্বত্য চট্টগ্রাম হবে দেশের অর্থনৈতিক সম্মৃদ্ধ জেলাগুলোর মধ্যে অন্যতম।
বিশেষ অতিথি পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, পার্বত্য শান্তিচুক্তির ফলে পাহাড়ে উন্নয়নের ছোঁয়া লেগেছে। শান্তিচুক্তির সুফল ভোগ করছে পাহাড়ের মানুষ। অস্ত্র-সন্ত্রাস কোনো সমস্যার সমাধান নয়। অস্ত্র দিয়ে কোনোদিনও সমস্যার সমাধান করা যায় না, দাবি আদায়ে প্রয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি। ভালোবাসা ও বন্ধুত্ব। অস্ত্র ছেড়ে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধানে এগিয়ে আসুন।
বোমাং রাজা প্রকৌশলী উচপ্রু চৌধুরী বলেছেন, অলাভজনক প্রতিষ্ঠান বোমাং সার্কেলকে লাভজনক এবং অনুন্নত জায়গাটি উন্নত করে তোলা দরকার। জুমের খাজনা বিগত দেড়শ বছরেও বাড়েনি, আগের মতোই কর আজও ছয় টাকায় রয়ে গেছে। ভূমি কর বাড়ানো সরকারের ওপর নির্ভর করে। আলাপ-আলোচনার মাধ্যমে ভূমি কর বাড়ানো দরকার। তিনি বলেন, ‘আদায় করা ভূমি কর থেকে আনুপাতিক হারে রাজা, হেডম্যান ও কার্বারিরা যত টাকা পাই, তা খুবই অপ্রতুল। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা কামনা করছি।’
রাজপরিবার জানায়, ১৮৭৫ সালে ৫০তম বোমাং রাজা সাক হ্ন ঞোর আমল থেকে বংশপরস্পরায় ধারাবাহিকভাবে প্রতিবছর ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ উৎসব হয়ে আসছে। রাজপুণ্যাহ মেলায় বসেছে নাগরদোলা, সার্কাস, পুতুল নাচ, মৃত্যুকূপসহ ব্যতিক্রমী নানা আয়োজন। এ ছাড়া হরেক রকম জিনিসপত্রের দোকান এবং যাত্রা অনুষ্ঠান। রাজপুণ্যাহ উৎসব পরিণত হয়েছে পাহাড়ি-বাঙালির মিলনমেলায়। শুধু বান্দরবান, রাঙামাটি নয়, রাজপুণ্যাহ মেলা দেখতে ভিড় জমিয়েছেন দেশি-বিদেশি হাজারো পর্যটক।