× Banner
সর্বশেষ
গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার -অধ্যাপক আলী রীয়াজ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা ফ্যাসিবাদী পলাতক শক্তি -স্থানীয় সরকার উপদেষ্টা জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি -শারমীন এস মুরশিদ ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ

ফয়সাল হাসান

শুধু টাকা দিয়েই কি রোধ করা যাবে জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়?

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়

জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ কার্বন নিঃসরণ। ফলে কম কার্বন নিঃসরণ করেও ক্ষতির মুখেপড়া দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে অর্থ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেশি কার্বন নিঃসরণকারী দেশগুলো। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণে তেমন কোনো অগ্রগতি এখন পর্যন্ত দেখা যায়নি। আর ক্ষতিপূরণের অর্থ পেলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? শুধু টাকা দিয়েই কি রোধ করা যাবে জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়?

যদিও ধীরে ধীরে পরিস্থিতি বদলাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জলবায়ু পরিবর্তন ক্ষতিপূরণ তহবিলে প্রতিশ্রুত অর্থ দেয়ার তাগিদ অনুভব করতে শুরু করেছে উন্নত দেশগুলো। তবে বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতিপূরণের অর্থ দিয়ে দিলেই রাতারাতি সব সংকট কাটবে না। কার্বন নিঃসরণ কমানোয় মনোযোগ দিতে হবে শিল্পোন্নত দেশগুলোর, নিতে হবে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে ধীরে ধীরে সরে আসাসহ বৈশ্বিক তাপমাত্রা বাড়াটা দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখার যে সিদ্ধান্তে সবাই একমত হয়েছিল, তাও কার্যকর করতে হবে।

এদিকে ক্ষতি কিংবা ক্ষতিপূরণ নির্ধারণ নিয়ে রয়েছে ভিন্ন বিতর্ক। শিল্পোন্নত দেশগুলোর অতিমাত্রায় গ্রিন হাউস গ্যাস নিঃসরণের বিষয়টি প্রশ্নাতীত হলেও, তা জলবায়ুর গতিপ্রকৃতি পরিবর্তনের জন্য কতটা দায়ী; সেটি সুনির্দিষ্টভাবে প্রমাণ করার উপায় নেই। ফলে সে অনুযায়ী কোন দেশ কী পরিমাণ ক্ষতিপূরণ দেবে, তা নির্ধারণ করা প্রায় অসম্ভব। তবে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিপূরণ দেয়ার কথা যুক্তরাষ্ট্রের। এরপরই এ তালিকায় রয়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশের নাম।

চলতি বছর জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকারি প্যানেলের (আইপিসিসি) ষষ্ঠ মূল্যায়ন রিপোর্টে বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন সর্বত্র, যা প্রকৃতি ও মানুষের জীবন এবং অবকাঠামোকে প্রভাবিত করছে৷ এর বিপজ্জনক এবং ব্যাপক প্রভাব বিশ্বের প্রতিটি অঞ্চলে ক্রমবর্ধমানভাবে স্পষ্ট হচ্ছে, যা মানুষের মৌলিক চাহিদা পূরণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং বৈশ্বিক টেকসই উন্নয়নকে হুমকির মুখে ফেলছে।

বৈশ্বিক তাপমাত্রা বাড়াটা দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা থেকে শুরু করে ২১০০ সালের মধ্যে বৈশ্বিক গড় তাপমাত্রা ৪.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার শঙ্কাসহ এ সংক্রান্ত পাঁচটি সম্ভাব্য পরিস্থিতির কথা উল্লেখ করে, বৈশ্বিক উষ্ণায়ন ভবিষ্যতে বিশ্বকে কতটা হুমকির মুখে ফেলতে পারে-সেই চিত্র তুলে ধরেছে আইপিসিসি।

আইপিসিসির অনুমান, পরিস্থিতি যেমনই হোক না কেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আগামী অন্তত কয়েক দশক বৈশ্বিক উষ্ণতা বাড়াও অব্যাহত থাকবে। তাই গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর দিকে মনোযোগ দেয়ার পাশাপাশি উন্নত দেশগুলোকে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন বা জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার কৌশলগুলো নিয়েও কাজ করার আহ্বান জানিয়েছে আইপিসিসি।

জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমানোর পাশাপাশি সম্ভাব্য নতুন সুযোগের সদ্ব্যবহার করা – জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খায়িয়ে নেয়া বলতে সাধারণত এমন কার্যকর উদ্যোগকেই বুঝায়।

গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস বৈশ্বিক উষ্ণায়নের গতি কমিয়ে দিতে পারে, যা মিটিগেশন বা প্রশমন হিসেবে পরিচিত। আইপিসিসি বলছে, বৈশ্বিক উষ্ণতা বাড়াটা দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হলে ২০২৫ সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে হবে এবং তারপর আরও দ্রুতগতিতে তা ত্বরান্বিত করতে হবে।

জলবায়ু পরিবর্তনের বিপর্যয় এড়াতে ২০১৫ সালে প্যারিস চুক্তিতে স্বাক্ষর করে ১৯৬টি দেশ। এর উদ্দেশ্য ছিল বিশ্বের গড় তাপমাত্রা আর দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে না দেয়া।

বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা আর দুই ডিগ্রি সেলসিয়াস বাড়লে বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে। এতে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় ও বন্যা বাড়বে। পর্বতগুলোর বরফ গলে দেখা দেবে সুপেয় পানির অভাব। বিভিন্ন দেশে আরও তীব্র হয়ে উঠবে খরা।

এসব বিপর্যয় এড়াতে প্যারিস চুক্তি করা হলেও সেখানে বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর বিষয়টি ছিল ‘ঐচ্ছিক’। এক্ষেত্রে একমাত্র বাধ্যতাবাধকতা ছিল কার্বন নিঃসরণ কমাতে স্বাক্ষরকারী দেশগুলো কী উদ্যোগ নিয়েছে, তা প্রকাশ করা। তবে এটা স্পষ্ট যে, জলবায়ু পরিবর্তনের বর্তমান এবং অদূর ভবিষ্যতের প্রভাবগুলোর সঙ্গে খাপ খাইয়ে নিতে জরুরি পদক্ষেপের কোনো বিকল্প নেই।

উচ্চ তাপমাত্রাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহনশীল রাস্তা ও সেতু তৈরি করা, উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং খরা-প্রতিরোধী ফসলে উৎপাদনে মনোযোগ দেয়া হতে পারে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার প্রকৃত উদাহরণ।

ঐক্যমত

গত এক দশকে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের অধীনে ‘ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান’ তৈরি করেছে বেশ কয়েকটি দেশ। এর মধ্যে প্রতিবছর জলবায়ু পরিবর্তন ক্ষতিপূরণ তহবিলে ১০০ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়ার বিষয়টি অন্যতম।

এরই পরিপ্রেক্ষিতে কপ-২৬ সম্মেলনে ‘গ্লাসগো জলবায়ু চুক্তি’ অনুসরণের কথা বলা হয়। যেখানে উন্নয়নশীল দেশগুলোর স্থিতিশীলতায় এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করার জন্য আর্থিক প্রতিশ্রুতি দ্বিগুণ করার আহ্বান জানানো হয়। যদিও তা বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা কাটেনি।

মিশরে অনুষ্ঠিত কপ-২৭ শীর্ষ সম্মেলনের চারটি অগ্রাধিকারের মধ্যে একটি ছিল জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার বিষয়টি।

জাতিসংঘ বলছে, অ্যাডাপ্টেশন সংক্রান্ত বৈশ্বিক লক্ষ্য নির্ধারণ ছিল কপ-২৬ এর একটি উল্লেখযোগ্য ফলাফল। আর কপ-২৭ জলবায়ু সম্মেলনে, পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে ক্ষতিগ্রস্ত বা ভুক্তভোগী দেশগুলোকে সহায়তায় সবাই ঐক্যমতে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করে সংস্থাটি।

অগ্রগতিতে ধীরগতি

আইপিসিসির পর্যবেক্ষণ বলছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি পেলেও সেই ঝুঁকি এড়াতে যে ধরনের পদক্ষেপ নেয়া প্রয়োজন তা চলছে ধীরগতিতে।

সম্প্রতি জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা বা এর সঙ্গে মানিয়ে নেয়ার জন্য যে অগ্রগতি প্রয়োজন, ক্রমবর্ধমান ঝুঁকি বিবেচনায় তা সাথে তাল মিলিয়ে চলছে না।

‘টু লিটল, টু স্লো’ শীর্ষক অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট ২০২২-এ বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খায়িয়ে নেয়ার ক্ষেত্রে ব্যর্থতা বিশ্বকে ঝুঁকির মধ্যে ফেলেছে। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য উন্নত দেশগুলোকে অবশ্যই ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসতে হবে এবং চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ বাড়াতে হবে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মতে, উন্নয়নশীল বিশ্বে অ্যাডাপ্টেশন চাহিদা ২০৩০ সালের মধ্যে বছরে ৩৪০ বিলিয়ন ডলারে উন্নীত হবে। কিন্তু সেই তুলনায় সহায়তার পরিমাণ বর্তমানে এক-দশমাংশেরও কম। যার চরম মূল দিতে হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে। এটা অগ্রহণযোগ্য।

নিষ্ক্রিয়তার মূল্য

চরম আবহাওয়ার কারণে ২০২১ সালে বিশ্ব অর্থনীতিতে ক্ষতির পরিমাণ আনুমানিক ৩২৯ বিলিয়ন ডলার। এ ছাড়া ২০০০-২০১৫ সালের মধ্যে বিশ্বব্যাপী বন্যার ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা বেড়েছে ২৪ শতাংশ পর্যন্ত।

নেট-জিরো টার্গেট এবং অন্যান্য ক্রিয়াকলাপের মাধ্যমে প্রশমন কর্মসূচি ত্বরান্বিত হলেও এখন পর্যন্ত জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খায়িয়ে নেয়ার প্রচেষ্টায় একচেটিয়াভাবে সহয়তা পাওয়া গেছে কেবল সরকারি খাত থেকে। বেসরকারি উৎস থেকে যা পাওয়া গেছে ২ শতাংশেরও কম। তবে ক্লাইমেট অ্যাডাপ্টেশন প্রচেষ্টা থেকে ব্যবসার সুযোগও রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন।

যেভাবে কাজে আসতে পারে নতুন উদ্ভাবন

জলবায়ু পরিবর্তন মোকাবিলা বা এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়ার ক্ষেত্রে প্রযুক্তি এবং উদ্ভাবনেরও বড় ভূমিকা রয়েছে। ‘আরলি ওয়ার্নিং সিস্টেম’ (ইডব্লিউএস) বা প্রারম্ভিক সতর্কতা ব্যবস্থায় খরচ কমছে এবং এটি দিন দিন আরও কার্যকর হচ্ছে। জাতিসংঘের ব্যাখ্যায়, একটি ইডব্লিউএস জীবন-জীবিকা, জমি এবং অবকাঠামো যেমন রক্ষা করে, তেমনি দীর্ঘমেয়াদি স্থায়িত্বেও সহায়তা করে।

ইডব্লিউএস সম্ভাব্য বন্যা এবং অন্যান্য ঝুঁকি সম্পর্কে আগে থেকে সতর্ক করতে পারে। এসএমএস বা ই-মেইলের মাধ্যমে এ সতর্ক বার্তা অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেয়া সম্ভব।

ডিজিটাল টুইন প্রযুক্তিও এক্ষেত্রে সহায়ক হতে পারে। সংশ্লিষ্টদের দাবি, প্রাকৃতিক দুর্যোগ, চরম আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি প্রকাশ করতে পারে এই প্রযুক্তি।

প্রেক্ষাপট বাংলাদেশ 

কপ-২৭ জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করণীয় নিয়ে যখন আলোচনা চলছে, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘গ্লাসগো জলবায়ু চুক্তি অনুসরণ করার এখনই সময়’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেছে আমেরিকান-জার্মান মালিকানাধীন রাজনৈতিক সংবাদভিত্তিক গণমাধ্যম পলিটিকো।

গত ৬ নভেম্বর প্রকাশিত নিবন্ধটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখেন, মানব ইতিহাসে এর আগে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার চেয়ে বড় কোনো চ্যালেঞ্জ সামনে আসেনি। আমাদের এ পৃথিবী এর আগে এত বেশি ঝুঁকির মধ্যে কখনও পড়েনি।

সংকট সমাধানের প্রতিশ্রুতি আর অনুপ্রেরণামূলক বক্তব্য সুফল বয়ে আনবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী লেখেন, বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরে যে শক্ত পদক্ষেপের (জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়) ওপর জোর দিয়ে আসছেন, এখন তা বাস্তবায়ন করা ছাড়া কোনো বিকল্প নেই।

আশ্বাস বা প্রতিশ্রুতির পরিবর্তে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, আমার দেশের (বাংলাদেশ) মতো অন্য যেসব দেশ বৈশ্বিক উষ্ণায়নের কঠিন বাস্তবতার মুখোমুখি, তাদের সহায়তায় গত বছরের কপ-২৬ জলবায়ু সম্মেলনে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল; তা পূরণ করতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই।

তিনি আরও লেখেন, বিশ্বনেতারা আবারও একত্রিত হয়েছেন (কপ-২৭ সম্মেলনে)। আমি আমার সহকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, সহায়তার যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, তারা যেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উপায় খুঁজে বের করার পদক্ষেপ নেন।

নিবন্ধে শেখ হাসিনা লেখেন, বাংলাদেশ বর্তমানে ০ দশমিক ৫৬ শতাংশ বৈশ্বিক কার্বন নির্গমনের জন্য দায়ী। কিন্তু এর বিপরীতে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশের ক্ষতির অনুপাত অনেক বেশি। উন্নত দেশগুলোর প্রতিশ্রুত আর্থিক সহায়তাকে একটি নৈতিক বাধ্যবাধকতা হিসেবে বিবেচনা করা উচিত। কারণ এটি আমার দেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অত্যাবশ্যক। এটি (আর্থিক সহায়তা) ভবিষ্যতের জন্য ছেড়ে দেয়া যাবে না। জলবায়ু পরিবর্তনের বিস্তৃত পরিণতির বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং এ লড়াই অব্যাহত রাখতে হলে অবিলম্বে সহায়তার প্রয়োজন।

আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের কথাগুলোকে অবশ্যই কাজে পরিণত করতে হবে। গ্লাসগোতে সম্মত হওয়া জলবায়ু তহবিলে বর্ধিত ৪০ বিলিয়ন ডলারের বিনিয়োগকে আমাদের অবশ্যই ভবিষ্যতের প্রাথমিক বিনিয়োগ হিসেবে বিবেচনা করা উচিত। অন্যথায়, নিষ্ক্রিয়তার খরচ হবে অপরিসীম। আইপিসিসি ওয়ার্কিং গ্রুপ-২ ইতোমধ্যেই সতর্ক করেছে যে, ২১০০ সালের মধ্যে বিশ্বব্যাপী জিডিপির ক্ষতি পৌঁছাতে পারে ১০ থেকে ২৩ শতাংশে। বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলো যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, তা শিগগিরই অন্যদেরও আক্রান্ত করবে। এই মহা-চ্যালেঞ্জ আমাদের অবশ্যই একসঙ্গে মোকাবিলা করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..