ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা): পাইকগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিশু পুরুষ্কার প্রতিযোগিতার সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্ব অনুষ্ঠান উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার খান মোঃ আলমগীর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রভাষক আলহাজ্ব শহিদুল ইসলাম, আছাবুর রহমান শিমুল, সোমা রায়, শিক্ষক অনিতা রানী মন্ডল, দীপ্তি সরকার, শামছুন্নাহার রুমা, বিএম আক্তার হোসেন ও এ কে আছাদুল্লাহ মিঠু। অনুষ্ঠানে জাতীয় শিশু পুরুষ্কার প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।