13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে ইসকন প্রচার কেন্দ্রের আয়োজনে জন্মষ্টমী পালন

admin
August 25, 2016 11:27 pm
Link Copied!

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরে ইসকন প্রচার কেন্দ্রের আয়োজনে ৪র্থ বারের মতো উদ্যাপিত হলো পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪২তম শুভ জন্মাষ্টমী মহোৎসব। শরীয়তপুর জেলার অসংখ্য ভক্তবৃন্দের অংশগ্রহনের মাধ্যমে আয়োজন করা হয় এক বনার্ঢ্য শোভাযাত্রার। জেলা শহরের পাশ্ববর্তী বিভিন্ন উপজেলার ভক্তবৃন্দ সহ স্থানীয় ভক্তরা অত্যন্ত উৎফুল্ল ভাবে শোভাযাত্রায় অংশ গ্রহন করে। বর্ণীল শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হয়। বনার্ঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পালং কেন্দ্রীয় হরিসভা মন্দিরে গিয়ে শেষ হয়।

এ দিন ভোর সাড়ে ৪টায় মঙ্গল আরতির মধ্যদিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর যথারীতি ৭টায় দর্শন আরতি, গুরুপূজা, হরিনাম সংকীর্ত্তন, কীর্ত্তন মেলা সহ নানাবিধ কর্মসূচী অনুষ্ঠিত।

অতঃপর সূচী অনুযায়ী বৃহস্পতিবার রাত ১১টায় ভগবান শ্রীকৃষ্ণের মহা অভিষেক অনুষ্ঠিত হয়। রাত ১২টায় অসংখ্য ভক্তের মাঝে অনুকল্প প্রসাদ বিতরণ করা হয়।

সকালে বনার্ঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর হোসেন, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান, জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা অনুরেন্দ্র কিশোর চক্রবর্তী, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মুকুল চন্দ্র রায়, এ্যাডভোকেট রাধা রাণী, বুড়িরহাট পলিটেকনিকেল ইনস্টিটিউশনের সিনিয়র ইন্সেপেক্টর সুজন তালুকদার, ঘড়িসার ইউপি উপ-সহকারী কর্মকর্তা সুমন চন্দ্র দত্ত, শ্রীমান সত্য কৃষ্ণ দাস, শ্রীমান পদ্মনাব দাস, শ্রীমান রতন দাস, শ্রীমান শিবনাথ দেবনাথ, শ্রীমান সুব্রত কুমার বিশ্বাস, শ্রীমান পবিত্র চৈত্রন্য দাস, শ্রীমান লোকনাথ কৃষ্ণ দাস, শ্রীমান অমর কৃর্তন দাস, শ্রীমান উজ্জল নাম নিতাই দাস প্রমূখ।

অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন শরীয়তপুর ইসকন প্রচার কেন্দ্রের অধ্যক্ষ বিদুর অচ্যুত গৌরদাস ও শরীয়তপুর নিতাই চৈতন্য নামহট্ট সংঘের সভাপতি সমরেন্দ্র দাড়িয়া।

http://www.anandalokfoundation.com/