13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে ৩যুবলীগ কর্মীকে মারধর, নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ এপি শাওনের

admin
December 23, 2018 8:47 pm
Link Copied!

ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে ফের নির্বাচনী পরিস্থিতি উত্তেজনার দিকে মোড় নিয়েছে। ৩যুবলীগ কর্মীকে ছাত্রদলের কর্মীরা পিটিয়ে জখম করেছে। এ অবস্থায় লালমোহনে আ’লীগের নেতা-কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উদ্ভুত পরিস্থিতিতে আ’লীগের প্রার্থী এমপি নুরুন্নবী চৌধুরী শাওন আহতদের হাসপাতালে দেখে এসে লালমোহন চৌরাস্তা মোড়ে অবস্থানরত নেতা-কর্মীদের শান্ত থাকার অনুরোধ করেন।

তিনি বলেন, যারা আ’লীগকে ভালোবাসেন, শেখ হাসিনাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন তারা আইন নিজের হাতে তুলে নিবেন না। সুযোগ পেলে সন্ত্রাসীদের ধরে পুলিশের কাছে তুলে দিবেন। মেজর হাফিজকে উদ্দেশ্য করে এমপি শাওন বলেন, মেজর হাফিজ ভোট করতে আসেননি, তিনি এসেছেন সন্ত্রাসী করতে। ঢাকা থেকে সন্ত্রাসী নিয়ে এসে একের পর এক লালমোহনের শান্ত পরিবেশকে ঘোলাটে করছেন। বাড়ির ভেতরে তিনি দলীয় সন্ত্রাসীদের নিজে কমান্ড ট্রেনিং দিচ্ছেন।

এসব বাহিনী দিয়ে কিছুই হবে না। লালমোহন-তজুমদ্দিনের ৫ লক্ষ মানুষ সুযোগ পেলে মেজর হাফিজের হেলমেট বাহিনী, কমান্ড বাহিনীকে জুতার তলায় পিষে মারবে।

উল্লেখ্য, রোববার সকাল ৮টার দিকে পৌরসভা ৯নং ওয়ার্ড যুবলীগের কর্মী বিপ্লব, সুমনসহ ৩জন নিজ বাড়ি থেকে পৌরশহরে যাওয়ার পথে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মার্শাল হিমুর বাসভবনের সামনে হামলার শিকার হয়। আহতরা জানায়, উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুল ইসলাম, কলেজ ছাত্রদলের নেতা নাফিজ ও ছাত্রদলের ক্যাডার ফোরকান অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে আহত করে।

অন্যদিকে পৌরসভার ১নং ওয়ার্ডে বকসী বাড়ির সামনে ছাত্রলীগ কর্মী জয়নাল বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। আহতদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/