প্রতিবেশী ডেস্কঃ ২০১৮ এর রাজ্য বিধানসভা নির্বাচন কে সামনে রেখে এখন থেকেই কাজ শুরু করে দিয়েছে বি.জে.পি। এই লক্ষ্যকে সামনে রেখে শহরে দাপট দেখিয়ে মিছিল করলো বি.জে.পি। শনিবার আগরতলার রবীন্দ্র ভবনে ছিল বি.জে.পি এর রাজ্য ভিত্তিক বুথ সম্মেলন।এই সম্মেলন কে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা এসে জড়ো হয়েছিল। রাজ্য ভিত্তিক বুথ সম্মেলন শেষ হওয়ার পর, সেখান থেকেই একটি বিশাল মিছিল বের করা হয়। রাজ্যের নানান প্রান্ত থেকে আসা কর্মীরা তাদের মিছিল গুলী বিভিন্ন বাহিনীর নামে নাম করণ করে,যেমন মহারাজা বীর বিক্রম বাহীণী, মহারাণী লক্ষ্মীবাঈ বাহীণী,শ্যামহরি শর্মা বাহীণী,ইত্যাদি। এদিন এই মিছিলে বি.জে.পি এর রাজ্য সভাপতি বিপ্লব দেব ছাড়া ও সদর জেলা এবং অনন্যা নেতারা উপস্থিত ছিলেন। এ রাজ্যে বি.জে.পি ধীরে ধীরে তাড় শক্তি বাড়াছে। এটা আরও পষ্ট হয়েছে বিগত কয়েকটা নির্বাচনে। নতুন সভাপতির নেতৃত্বে সাংগঠনিক দিক দীয়ে দলকে মজবুত কড়তে দিনরাত কাজ করে যাছে বি.জে.পি কর্মীরা। যা আজ শহরের মিছিল দেখেই বোযা যয়। মিছিলে কর্মী দের উৎসাহ দেখে নেতারা বুঝে গেছেন যে এই রাজ্যে বি.জে.পি আগামী দিনে প্রধান বিরোধী দল হওয়ার মর্যাদা পেতে পারে। আর বাকিটা সময় বলবে।