× Banner
সর্বশেষ
পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে অবশেষে খানাখন্দ ভরা সড়ক সংস্কার, স্বস্তি সাধারণ মানুষের

অনলাইন ডেক্স
হালনাগাদ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
লক্ষ্মীপুরে অবশেষে খানাখন্দ ভরা সড়ক সংস্কার,

দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে অবশেষে শুরু হয়েছে লক্ষ্মীপুর শহরসহ গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ। প্রায় ২৮’শ মিটার দীর্ঘ খানাখন্দভরা সড়ক বর্তমানে মেরামত বা রিপেয়ারিংয়ের আওতায় এসেছে। বর্ষাকালে অতিবৃষ্টি ও অব্যাহত যানবাহনের চাপে সড়কটির বেহাল দশা দেখা দিয়েছিলো। একসময় এ সড়ক দিয়ে চলাচল ছিলো যেনো আতঙ্কের নামান্তর।
প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ব্যবসায়ী,  সাধারণ মানুষ এমনকি এ প্রতিবেদক নিজেও বাসে যেতে সিট থেকে সটকে পড়েছেন একাধিকবার, সাধারন জনগণের হোঁচট খেয়ে, যানজটে পড়ে বা ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো।
কিন্তু এখন দৃশ্যপট ভিন্ন। সড়কের সংস্কার কাজ দৃশ্যমান হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সন্তুষ্টি বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, “আমরা দীর্ঘদিন ধরে কষ্ট করেছি। এখন কাজ শুরু হওয়ায় মনে হচ্ছে সত্যিই স্বপ্ন পূরণ হচ্ছে।”
* সংস্কার কাজে সচেষ্ট সড়ক বিভাগ
লক্ষ্মীপুর সড়ক বিভাগ ইতোমধ্যেই ভাঙাচোরা অংশ কেটে ফেলা, নতুন বিটুমিন কার্পেট বসানো এবং ড্রেনেজের পানিনিষ্কাশন নিশ্চিত করার কাজে হাত দিয়েছে। মেরামত কার্যক্রমে শ্রমিকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
লক্ষ্মীপুর সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন অ আ আবীর আকাশকে বলেন,”বর্ষার অতিবৃষ্টির কারণে সড়কটির অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিলো। জনগণের দুর্ভোগ লাঘব করতে আমরা দ্রুত রিপেয়ারিংয়ের কাজ হাতে নিয়েছি। আশা করছি কয়েক দিনের মধ্যে কাজ শেষ হবে এবং তখন জনগণ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে।”
অন্যদিকে, সহকারী প্রকৌশলী মো: নজরুল ইসলাম এ প্রতিবেদককে বলেন,”সড়ক হচ্ছে উন্নয়নের অন্যতম হাতিয়ার। এখানে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। তাই এ সড়কের গুরুত্ব অনেক বেশি। আমরা চেষ্টা করছি মানসম্মত কাজ করার। আমাদের লক্ষ্য হচ্ছে, সড়কটিকে টেকসই করে তোলা যাতে আগামী কয়েক বছর মানুষের কোনো ভোগান্তি না থাকে।”
* জনসাধারণের মুখে আনন্দের ঝিলিক
সংস্কারকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির বাতাস বইছে। স্থানীয় দোকানদার আব্দুল কাদের বলেন, “আগে প্রতিদিনই দুর্ঘটনার শঙ্কায় থাকতাম। ক্রেতারা দোকানে আসতে অনীহা প্রকাশ করতো। এখন সড়ক ঠিক হলে ব্যবসায়ও গতি আসবে।”
একইভাবে স্কুলগামী শিক্ষার্থী সুমাইয়া আক্তার জানায়, “প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ভয়ে থাকতাম, কখন পড়ে যাই! এখন দেখছি রাস্তা মেরামত হচ্ছে। আমাদের জন্য এটা অনেক বড় সুখবর।”
* জনগণের প্রত্যাশা
সাধারণ মানুষ আশা করছে, শুধু এই সংস্কার নয়, ভবিষ্যতে আরও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সড়ক বিভাগের কাজ চালিয়ে যাওয়া উচিত। যাতে বৃষ্টি কিংবা অতিরিক্ত যানবাহনের চাপেও রাস্তা সহজে নষ্ট না হয়। সেই সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, রাস্তার দুপাশে আলো এবং নিরাপত্তার বিষয়গুলোও তারা সমাধান দেখতে চান।


এ ক্যটাগরির আরো খবর..