13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রোদ-বৃষ্টির খেলা চলবে সাথে বাড়বে তাপমাত্রা

Palash Dutta
June 25, 2021 2:09 pm
Link Copied!

বর্ষার প্রথম মাস আষাঢ়ের আগামী বেশ কিছু দিন রোদ-বৃষ্টির খেলা চলবে। এক্ষেত্রে অবশ্য দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।

আজ শুক্রবার (২৫ জুন) আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কদিন ধরে ধরেই মৌসুমী বায়ুর সক্রিয়তায় সারা দেশে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায়ও সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার আকাশ কয়েক দফায় মেঘে ঢেকে যায়, কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে, সেখানে ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে বলেছেন, এই সময় রংপুর, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

http://www.anandalokfoundation.com/