13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার জ্বালানি অস্ত্র প্রয়োগে বেকায়দায় জার্মানি

Link Copied!

রাশিয়ার জ্বালানি অস্ত্র প্রয়োগে বেকায়দায় পড়ে গেছে ইউরোপীয় ইউনিয়নের সর্ববৃহৎ অর্থনীতি জার্মানি। জ্বালানির অভাবে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দেওয়ায় গণ-অসন্তোষ সৃষ্টি হয়েছে। এছাড়া আসন্ন শীতে ঘর গরম রাখাও বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জার্মানিতে।
রাশিয়া তেল গ্যাস সরবরাহ করা দেওয়ায়, বিরূপ পরিস্থিতি সামলাতে জার্মানি ২০ হাজার কোটি ইউরো ব্যয় করে নিজস্ব নাগরিক ও শিল্প প্রতিষ্ঠানের সহায়তার উদ্যোগ নিয়েছে। জ্বালানি সংকট সামলাতে জার্মানি বিশাল অংকের কর্মসূচির উদ্যোগ নেওয়ায়, ইউরোপীয় ইউনিয়ন স্তরে সমালোচনা বাড়ছে৷ জার্মানির মধ্যেও ফেডারেল ও রাজ্য স্তরে তহবিলের অর্থ নিয়ে বিরোধ চলছে৷ জার্মানির এমন ‘একলা চলো রে’ পদক্ষেপের কারণে ইউরোপে জ্বালানি সংকট আরও প্রকট হয়ে উঠবে বলেও কিছু দেশ আশঙ্কা করছে৷ ফ্রান্স ও ইটালিসহ একাধিক দেশ ইইউ স্তরে এমন সার্বিক পদক্ষেপের আহ্বান জানাচ্ছে৷ এমনকি দুই জন ইইউ কমিশনরও জার্মানির সমালোচনা করেছেন৷ আগামীকাল শুক্রবার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে, ইইউ শীর্ষ সম্মেলনে বিষয়টি বাড়তি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে৷
জার্মানির মধ্যেও ফেডারেল সরকারের প্রস্তাবিত ২০ হাজার কোটি ইউরো অংকের তহবিল নিয়ে বিতর্ক চলছে৷ কারণ সরকার একা সেই তহবিল বহন না করে রাজ্য সরকারগুলির অংশগ্রহণের চেষ্টা চালাচ্ছে৷ কর ও রাজস্ব বাবদ বাড়তি আয়ের অংশবিশেষ সেই তহবিলে কাজে লাগানো উচিত বলে মনে করছে ফেডারেল সরকার৷ অন্যদিকে রাজ্য সরকারগুলি বিষয়টি নিয়ে দরকষাকষি করছে৷ চলতি অক্টোবর মাসে বিশেষজ্ঞদের এক কমিশন তহবিলের রূপরেখা সম্পর্কে স্পষ্ট প্রস্তাব পেশ করার পর বিষয়টি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে৷
http://www.anandalokfoundation.com/